নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
বোয়িং ৭৩৭-৮০০ দিয়ে ঢাকা থেকে সিলেট যেথে সময় লাগে ৪০ মিনিট তার জন্য ভাড়া প্রদান করতে হয় ৮০৯৭, আর কলকাতা থেকে দিল্লি বোয়িং ৭৩৭-৮০০ দিয়ে যেথে সময় লাগে ২ঘন্টা ২৫ মিনিটি ভাড়া ৩৭৫৫ টাকা । ভারতে এত কম ভাড়ায় বেশী যাওয়া যায় অপর দিকে কয়েক গুন বেশী ভাড়ায় আমরা কম দুরত্বে যাচ্ছি!!
* আজব দেশ আমাদের কয়েক গুন ভাাড়া বেশী দিচ্ছি কিন্তু তা নিয়ে কেউ কোন কথা বলছে না। তাতে বুঝা যায় দেশের মানুষের পকেটে কত টাকা!!!!!
২| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:৫৬
শাহাবুিদ্দন শুভ বলেছেন: আপনাকে ধন্যবাদ মূল্যবান মতামত দেওয়ার জন্য। আরেকটা কথা আমাদের থেকে কিন্তু ভারতের জ্বালানীর দাম বেশী।
৩| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:০৪
আবু আফিয়া বলেছেন: সঠিক একটি বিষয় তুলে ধরেছেন,
আপনাকে ধন্যবাদ
১৮ ই জুন, ২০১৮ রাত ১০:৫৬
শাহাবুিদ্দন শুভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মগের মুল্লুক! থুরি হাসিনার মুল্লুকে কে কাকে কি বলবে?
ইয়া নাফসির সুযোগে সকলেই যেথাচ্ছারে চলছে- লাগামহীন!
ভাল বিষয় তুলে ধরেছেন।
+++++
৫| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:৩০
আহমেদ জী এস বলেছেন: শাহাবুিদ্দন শুভ ,
হ্যা , দেশের মানুষের পকেটে অনেক টাকা । নইলে পহেলা বৈশাখে এক হালি ইলিশ মাছ পনের -বিশ হাযার টাকা দিয়ে কেনে কিভাবে ? যে দু'দিন আগেও বিড়ি টানতো সে এখন বেনসন টানে কিভাবে ? আর কতো বলবো ?
শাহ আজিজ এর মতোই বলি --- দেশটি আল্লার ওয়াস্তে চলছে।
০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:২৮
শাহাবুিদ্দন শুভ বলেছেন: হুম।
৬| ০৮ ই মে, ২০১৮ রাত ১:৪৭
শামচুল হক বলেছেন: আহমেদ জীএস ভাই সুন্দর কথাই বলেছেন।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৩
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ।
৭| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: জানলাম।
০২ রা জুলাই, ২০১৮ সকাল ১০:১৯
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০
শাহ আজিজ বলেছেন: শুধু ভারত নয় বাংলাদেশের পূর্বাঞ্চলের দেশগুলিতে ৫০% অফে টিকিট বিক্রি হয় তবে এসব যাত্রা নির্দিষ্ট দিনেই সারতে হয়। পরিবর্তন বা মুল্য ফেরত হয়না। জাতীয় আকাশ বাহন বিমান তো লসেই চলছে যদি তারা দয়া করে চুক্তিতে পেশাদার বিমান ব্যাবসায়ীদের তুলে দেন। কত ট্রিপ গেল সে হিসাবের দরকার নেই , বছর প্রতি কত টাকা নগদে দেবে তার হিসাব হবে । এরকম চুক্তিতে অই পরিবহন কোম্পানি নিজ দায়িত্তে বেশি সংখ্যক বিমান যোগ করবেন কারন আমাদের বিগত দিনের রুট গুলো এখন খালি যেখানে তারা নতুন বহর দিয়ে পূর্ণ করতে পারবেন । তেলের দামও একটা সমস্যা। বিশ্ব ব্যাপী তেলের দাম কম্লেও সরকার এদেশে তেলের দাম কমায় না। ট্রেনে সিট নেই , টিকেট নেই এবং সরকারেরও মাথাব্যাথা নেই নতুন ট্রেন যোগ করার পরিকল্পনা নিয়ে । দেশটি আল্লার ওয়াস্তে চলছে। শুভ হোক আপনার যাত্রা।