নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
যুদ্ধে কি কেউ গিয়েছিল
কোটা পাবে বলে ?
তাহলে কেন কোটা নিয়ে
এত লড়াই চলে ?
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০২
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ।
২| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
কাওসার চৌধুরী বলেছেন: একমত আপনার সাথে। প্রচলিত কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। মুক্তিযুদ্ধ হয়েছিল সমঅধিকারের জন্য কোটা প্রবর্তনের জন্য নয়। আর নাতিপুতি কোটা নিয়ে কী আর বলবো? সত্যি এটি চরম বৈষম্য। এভাবে কয়েক বছর চলতে থাকলে জাতি মেধাশুণ্য হবে অচিরে। মেধাবীরা থাকবে বেকার আর মগজহীনরা হবে দেশের মাঝি। সামনে কঠিন দিন আসছে জাতির জন্য।
আমার ব্লগে স্বাগত জানাচ্ছি।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ। আপনার সচেতন মূলক মন্তব্যের জন্য।
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কোন যুদ্ধ করছেন এখন, আপনি কি চাচ্ছেন, কোন ধরণের কোটা মোটা?
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪
শাহাবুিদ্দন শুভ বলেছেন: আমি কোটা বিরোধী নই। তবে ৫৬ % এর বিরোধী।
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
@কাওসার চৌধুরী ,
আমাদের ব্যুরোক্রেটরা যে যত বেশী মেধাবী, তার চুরি পরিমাণও বেশী
৫| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১১
কাওসার চৌধুরী বলেছেন: রাজনীতিতেও কোটা ব্যবস্থা চালু করা হোক। শতকরা ৩০% মন্ত্রী/এমপি মুক্তিযোদ্ধাদদের ছেলে-মেয়ে, নাতিপুতি দিয়ে পূরণ করা হোক। এভাবে ৩০% সচিব, ৩০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর ৩০ রাষ্ট্রদূত করা হোক। এটা এখন সময়ের দাবী। আর আগামী ৩০ বছরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বাধ্যতামূলক ভাবে মুক্তিযোদ্ধা কোটা থেকে বানানো হোক। প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।
৬| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫
শাহিন বিন রফিক বলেছেন: কোটা কোটা কোটা ব্লগ এখন কোটাময়, অবশ্য কোটা সংস্কার এখন সময়ের দাবি বলে মনে হচ্ছে। আপনার লিটল ছড়াটি বেশ হয়েছে।
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৭
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫
কাওসার চৌধুরী বলেছেন: হিসাব করলে দেখা যায় দেশের মাত্র.......... ০.১১% ভাগ (শুণ্য দশমিক এগার) !!! ......... (মোট জনসংখ্যার ১% এর নয়ভাগের এক ভাগ...........!!!! সত্যি বিষ্ময়কর) মানুষের জন্য সরকারি চাকরিতে ৩০% কোটা সংরক্ষিত!!!!!
৮| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
যারা যায়নি যুদ্ধে করেছে পাকিদের তদারকি,
তাদেরইবা কেমন অধিকার করছে কান্নাকাটি!!
এনে দিল স্বাধীনতা বীর যতো মুক্তির সংগ্রামে
অকৃতজ্ঞ বেঈমান জাতি তাঁদের সংখ্যা লঘু বলে!!
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:০৬
শাহাবুিদ্দন শুভ বলেছেন: যারা মুক্তি যুদ্ধাদের সংখ্যা লঘু বলে তাদের আমিও ঘৃণা করি।
৯| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
এরাই মেধাবী!!! এরাই কোটা সংস্কারের নামে ভিন্ন উদ্দেশ্যে কথিত আন্দোলনে নেমেছে!!!
এদের কাছেই বাংলা আর বাংলার মানুষ নিরাপদ!!!
এমন মেধাবীদের আমি ইয়ে করি
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৯
শাহাবুিদ্দন শুভ বলেছেন: জুতা নিয়ে বসা দুঃখজনক।
১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০
শাহাবুিদ্দন শুভ বলেছেন: আমি কোটা বিরোধী নই। তবে ৫৬ % এর বিরোধী।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
আলআমিন১২৩ বলেছেন: সঠিক ওসুন্দর।