নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
কারো আকাশে সুখের আভাস
ঘুমের ছড়াছড়ি।
কারো মনে বেদনায় ভরা-
ঘুম ছাড়াই বিছানায় গড়াগড়ি।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুণ বলেছেন ভেবে দেখার মতো ।
তবে সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
শাহাবুিদ্দন শুভ বলেছেন: আসল দু:খ না থাকলে তো সুখও বুঝা যাবে না।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫
নূর-ই-হাফসা বলেছেন: কে জানি বলেছিল কায়িক শ্রমের মানুষ গুলো বিছানা পাওয়া মাত্রই ঘুমিয়ে পড়ে । কারন তারা সারাদিন শ্রম দিতে দিতে ক্লান্ত , দুঃখ কষ্ট নিয়ে ভাবা তাদের জন্য বিলাসিতা । সময় নষ্ট মানেই টাকা রোজগার কম হওয়া । এখোন তাদের কি সুখী বলা যায় ?
প্রকৃত অর্থে মানুষ কখনো নিজেকে সুখী ভাবতে পারবে না ।
কবিতা ভালো লেগেছে ।
২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
শাহাবুিদ্দন শুভ বলেছেন: হুম
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯
শাহাবুিদ্দন শুভ বলেছেন: আপনার কথা ঠিক । কিন্তু এর ব্যাতিক্রম ও আছে। যতই পরিশ্রম করা হোক না কেন, মনে শান্তি না থাকলে দেখবেন ঘুম আসে না।
লেখা ভালে লেগেছে জেনে ভাল লাগল।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
মানুষ বলেছেন: