নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
শাহাবুদ্দিন শুভ
মরেছে শিশু মায়ের কোলেই
বুক পাটে অভাগার মা‘র ।
বার বার আদর করছে তবুও
মন যে মানছে না তার।
কি করে বাচা কবরে শুবে
মায়ের আগে একা একা।
হয়তো চাওয়া আখিরাতেই
যেন পায় আবার দেখা।
যাদের জন্য অকালেই গেল
অভাগা মায়ের ধন।
অভিশাপ ওদের ক্ষমা নাই কবু
দিয়ে যাবে সারাক্ষণ।
#Save #Ruhingya
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০
শাহাবুিদ্দন শুভ বলেছেন: অবশ্যই।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪২
কানিজ রিনা বলেছেন: চোখের পানিতে ভেসে বলি নিশ্চয় মা
আখিরাতে আবার দেখা হবে।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদিন সকল রক্তঋণ শোধ করতেই হবে।
০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪০
শাহাবুিদ্দন শুভ বলেছেন: সেদিন কবে??????
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
ধ্রুবক আলো বলেছেন: দোয়া করি সব ঠিক হয়ে যাক।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
শাহাবুিদ্দন শুভ বলেছেন: অবশ্যই।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৭
সচেতনহ্যাপী বলেছেন: যারা মাদের এই শোকের কারন, অভিশাপ তাদের।।