নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
বাংলাদেশের মেয়েরা বা বাংলাদেশী বংশোদ্ভূত মেয়েরা দেশে ও প্রবাসে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে যাচ্ছে প্রতিনিয়ত। তাদের সাফল্যে যেন তারা নিজেরা গর্বিত সইে সাথে গর্ববোধ করে বাঙ্গালী তথা বাংলাদেশ। তেমনি অনন্য সেক্টর ইংল্যান্ডের রাজনীতিতে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখলেন সাবিনা। তিনি পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে মেয়র কিংবা স্পিকার পদে বাঙালিদের দায়িত্ব পালন করা প্রথম বাঙ্গালী নারী। তবে সাবিনা আক্তার এ কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে স্পিকার হলেন। ১৭ মে তিনি কাউন্সিলের সাধারণ সভায় স্পিকার নির্বাচিত হন। ২০১৫ সালের জুন মাসে স্টেপনি ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর সাবিনা গত এক বছর ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে বেশ সুনাম কুড়ান।
সাবিনা আক্তার প্রায় ২০ বছর ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। স্পিকার হিসেবে তাঁর মূল কাজ কাউন্সিলের অধিবেশনে সভাপতিত্ব করা এবং অধিবেশন পরিচালনা করা। রাষ্ট্রীয় ও সামাজিক অনুষ্ঠানে কাউন্সিলের প্রতিনিধিত্ব করা। সেই সঙ্গে ‘স্পিকার্স ডিনার’ আয়োজনের মধ্য দিয়ে তিনি নিজের পছন্দমতো দাতব্য সংস্থার জন্য তহবিল জোগান দেবেন।
পূর্ব লন্ডনে জন্ম নেওয়া এই বাঙালি নারীর আদিবাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। সাবিনা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক এখনো অটুট। প্রায় প্রতিবছরই আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে বাংলাদেশ ঘুরে আসি।’
সাবিনার সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আরেক কাউন্সিলর আয়াছ মিয়া। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মোট ৪৭ জন কাউন্সিলরের মধ্যে ২৬ জনই বাংলাদেশি বংশোদ্ভূত।
২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:১০
শাহাবুিদ্দন শুভ বলেছেন: হ্যাঁ
২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: বাহ, ভালো খবর।
২৮ শে মে, ২০১৭ দুপুর ১:৫৮
শাহাবুিদ্দন শুভ বলেছেন: অনেক খারাপ খবরের মধ্যে যখন একটা ভাল খবর পাই তখন আসলেই ভাল লাগে।
৩| ২৮ শে মে, ২০১৭ রাত ১২:৫০
সাওরন বলেছেন: জন্ম লন্ডনে, তা'ও মৌলবীবাজারের পরিচয়, টাওয়ার হ্যামলেটসএ যারা মেজরিটি তাদের মধ্যে থেকেই এমপি ইত্যাদি হবেন ।তাছাড়া তিনি বৃটিশ, এনিয়ে আদিখ্যেতার কী আছে ?
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সু-সংবাদ