নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
গ্রামীন ফোন কাস্টমার কেয়ার এর মত এত ফালতু সার্ভিস মনে হচ্ছে কোথাও নেই। রাত 12.30 এর পর থেকে 35 মিনিট লাইনে থেকেও কোন প্রতিনিধির সাথে কথা বলা গেল না। আর তারা বলে স্টার গ্রাহকদের নাকি প্রায়ওরিটি সার্ভিস দেয়। এই হচ্ছে সার্ভিসের নমুনা।
*সকাল 10 টা থেকে ইন্টারনেট একটিভেশনের জন্য এসএমএস দিয়ে যাচ্ছি কিন্ত কোন খবর নেই।
২| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৬
শাহাবুিদ্দন শুভ বলেছেন: আমারও একই অবস্থা। মনে হচ্ছে ওদের হাত থেকে রক্ষা নেই।
৩| ১১ ই জুলাই, ২০১৫ রাত ২:০৮
জেআইসিত্রস বলেছেন: বাংলাদের মোবাইল অপারেটর গ্রামীন ও রবির মতো রক্ত চোষা অপেরটর মনে হয় পৃথিবীর কোন দেশে নেই।আমি স্টার গ্রাহক প্রায় সময়ই এই বিরম্বনায় পরি। ২০-৩০ মিনিটে ও ওদের কাষ্টমার ম্যানাজারের সাথে কথা বলা যায়না।
৪| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৩:১০
কামরুল_নুমান বলেছেন: জিপি টু জিপি মিনিট ক্রয় করা থাকলে বা জিপি টু জিপি বোনাস থাকলে ১২১ এ ফোন না দিয়া ০১৭১১৫৯৪৫৯৪ এ কল দিবেন। সর্বোচ ১ মিনিট এর মধ্যে ওরা ফোন রিসিভ করবে। সার্ভিস পাওয়ার ক্ষেত্রে ১২১ আর ০১৭১১৫৯৪৫৯৪ এর ভিতর কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু এতটুকু যে এই নাম্বার টা অন্য অপারেটর থেকে জিপি কে ফোন দেয়ার জন্য। স্টার নন স্টার কিছুনা ওরা শুধু অন্য অপারেটর কে গুরুপ্ত দেয়। বিষয় টা ঠিক বন্দক সিম এর অফার এর মত।
৫| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৩:১১
কামরুল_নুমান বলেছেন: জিপি টু জিপি মিনিট ক্রয় করা থাকলে বা জিপি টু জিপি বোনাস থাকলে ১২১ এ ফোন না দিয়া ০১৭১১৫৯৪৫৯৪ এ কল দিবেন। সর্বোচ ১ মিনিট এর মধ্যে ওরা ফোন রিসিভ করবে। সার্ভিস পাওয়ার ক্ষেত্রে ১২১ আর ০১৭১১৫৯৪৫৯৪ এর ভিতর কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু এতটুকু যে এই নাম্বার টা অন্য অপারেটর থেকে জিপি কে ফোন দেয়ার জন্য। স্টার নন স্টার কিছুনা ওরা শুধু অন্য অপারেটর কে গুরুপ্ত দেয়। বিষয় টা ঠিক বন্ধ সিম এর অফার এর মত।
২৮ শে জুন, ২০১৬ রাত ১২:১০
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৩২
মিজভী বাপ্পা বলেছেন: একই সমস্যা রবির ও নম্বরটা ছড়িয়ে গিয়েছে বিধায় ছাড়তে ও পারছি না। নইলে অন্য অপারেটর ট্রাই করতাম