নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
জালালাবাদ নিউজলেটার প্রকাশ সময়ের দাবি, যার মাধ্যমে জালালাবাদ এসোসিয়েশনের যাবতীয় কর্মকান্ড প্রকাশিত হবে। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী এ এম এ মুহিত জালালাবাদ নিউজ লেটারের উদ্বোধন কালে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি জনাব সি এম তোফায়েল সামি ।
নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন শুভ এর সম্পাদনায় জালালাবাদ নিউজ লেটার প্রকাশিত হয়েছে যার সম্পাদক মন্ডলীর সভাপতি সিএম তোফায়েল সামি ও প্রকাশক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা। অনুষ্ঠানটি ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪.৩০ মিনিটে বিয়াম মিলনায়তন, ইস্কাটনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন জাতীয় উন্নয়নের পাশাপাশি সিলেট বিভাগকে আলোকিত সিলেটে রূপান্তরের লক্ষ্যে শিক্ষা , সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের সহযোগীতায় সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, সাবেক সভাপতি ড. একে আব্দুল মুবিন, ভবন ট্রাস্ট সদস্য সচিব আব্দুল কাইয়ুম চৌধুরী, জালালাবাদ শিক্ষা ট্রাস্ট চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশেষ অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা বিগ্রে. (অব.) ডা. এম এ মালিক, ডা,শাহলা খাতুন, ড. কাজী খালিকুজ্জান আহমেদ।
অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন মাননীয় অর্থমন্ত্রী। সাংস্কৃতিক পর্বে বিশেষ আর্কষণ ছিল সিলেটি নাগরী পুথিপাঠ। খ্যাতিমান সংগীত শিল্পী সেলিম চৌধুরীর গানের পর লেখক, নাট্যনির্মাতা, প্রকৌশলী শাকুর মজিদের চলচিত্র ‘বৈরাতী’ প্রর্দশিত হয়েছে। বৃহত্তর সিলেটের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
©somewhere in net ltd.