নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
উঠোন জুড়ে দাদির কবর
ডালিম গাছের তলে,
নাতি জানেনা দাদুর বুকে
কিসের আগুন জ্বলে !
সড়কপথে পীরের কবর
গরম হাট বাজার,
রেলপথে আর থাকেনাতো
ঠান্ডা পীরের মাজার ।
কবরে জ্বলে ওলিআউলিয়ার
ঝাড়বাতি আর ধুপ,
বাপ-দাদাদের কবর থাকে
বাঁশঝাড়ে নিশ্চুপ ।
আগুনে ভস্ম গুম হওয়া লাশ
শুধুই একটি খবর,
সলীল সমাধিতে জানি
থাকেনা' আর কবর।
সহস্র যুগ লাশ গলেনি
স্নো-হোয়াইড ফিড এ,
ফারাও রাজার মমির কবর
মিশরে পিরামিডে।
এক মুহুর্তে হাতের মুঠোয়
সব খবরই জানি,
জানিনা কখন-হবে কোথায়
নিজের কবরখানি ।
এক পলকের এই পৃথিবী
জীবন সবার মিছে,
ওই কবরে যেতেই হবে
দুদিন আগে-পিছে ।
=============
ছবি কার্টেসী : অন্তর্জাল।
২| ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩২
আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে । ‘পিরামিড’ তথা ‘মমি’ সম্পর্কে আপনার নিশ্চয়ই ধারনা আছে । ‘স্নোহোয়াইড ফিড’ বলতে এটি একটি কাব্যিক উপমা যার সাথে এই মমি(Ötzi the Iceman)কে তুলনা দিয়েছি ।১৯৯১ সালে আল্পস পর্বতে একটি মমি আবিষ্কার করা হয়, যা ওৎজি দ্য আইসম্যান নামে পরিচিত। এই মমিটিকে পশ্চিম অস্ট্রিয়ার কাছের ওটজতাল উপত্যকার (সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ৫৩০ ফুট উঁচু) গিরিপথে খুঁজে পাওয়া যায়।ওৎজির মৃতদেহটি এতো ভালো করে সংরক্ষিত ছিলো যে, তাকে খুঁজে পাওয়ার পরে অস্ট্রিয়ান কর্তৃপক্ষ প্রাথমিকভাবে মনে করেছিলেন তিনি একজন আধুনিক সময়ের পর্বতারোহী। পরে তার ডিএনএ নমুনা পরীক্ষা করে জানা যায়, তিনি পাঁচ হাজার ৩০০ বছর আগে তাম্রযুগের মানুষ ছিলেন।
সূত্র : ১৪ অক্টোবর ২০২৪ তারিখের ‘আনন্দবাজার পত্রিকা’ অনলাইন ভার্সন (Ötzi the Iceman) ।
৩| ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৫
আহমেদ রুহুল আমিন বলেছেন: সাদা কাফনে জড়ানো স্নোহোইড ফিডের একটি ছবি :
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৫
আজব লিংকন বলেছেন: সুন্দর লিখেছেন।
"সহস্র যুগ লাশ গলেনি, স্নো-হোয়াইড ফিড এ" এই লাইনের মানে বুঝি নি । এই লাইনটার সম্পর্কে জানাবে প্লিজ।