নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা সোনাগাজীর কাব্য

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২০

... নিদ্রাতুর রজনী শেষে দুর থেকে
ভেসে আসে ভোরের আযান -
সোনাগাজীর ধার্মিক মানুষেরা এই প্রথম
শুনতে পেলো সুললিত কন্ঠে -
'আস্-সালাতু খায়রুম মিনান্নাওম'
( নিদ্রা হইতে নামাজ উত্তম )।
তারপরও পাড়া-মহল্লার 'টাইলস-এসি'-র
সুসজ্জিত মসজিদে মিলছেনা
ফজরের একসারি গোলাপ বাগান... !
প্রচন্ড হতাশা নিয়ে-
পবিত্র কোরআন তেলাওয়াতে বসেন ইমাম হুজুর -
("হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও
কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন,
তারা যেন তাদের চাদরের -
কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়।
এতে তাদেরকে চেনা সহজ হবে।
ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না।
আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু"।
-সুরা আল আহযাব, আয়াত-৫৯ )


পরম আত্মবিশ্বাস নিয়ে সোনাগাজীর
গোলাপ কণ্যারা নিজেদেরকে চাদরে ঢেকে
ক্ষেতের বাতাসে দুলে দুলে বিদ্রোহী হয়ে
ভোগরত কাপূরুষ দেয়ালে ঠুকছিল পেরেক .. !
ওদিকে দু'জন বিপথগামী স্বজাতী বালিকা আর
কাপুরুষ কাকতাড়ুয়ারা-
‘এক বিদ্রোহী গোলাপ কন্যা’র উপর ঢেলে দেয়-
পলিব্যাগে ভরা তীব্র প্রজ্বলিত ক্ষোভ .... !!
মুহূর্তেই 'গোলাপ কণ্যার' গগণবিদারী চিৎকারে
টেকনাফ থেকে তেঁতুলিয়াব্যাপী ক্ষনিকেই
স্তব্ধ হয়ে যায় মহান রাব্বুল আলামিনের
গুণগানে মুখরিত অযুত কোটি গোলাপ পাখির 'সৃষ্টি কাব্য' ....!!
"ওয়া কুল জা-আল হাক্কু ওয়া ঝাহাকাল বা-তিলু ইন্নাল বা-তিলা কা-না ঝাহূকা-।"
( বলুন : সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল ।
সুরা বনি ইসরাইল ,আয়াত-৮১ )

========================

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫০

সাইফুলসাইফসাই বলেছেন: পাখিরা ভোরে উঠে ছুটে চারদিকে
সব মানুষ ছুটে না একদিকে।
খোলা আকাশের নিচে কতকিছু হতো
তাইতো তৈরি হলো বাড়ি এতো।
অনাবৃত ভালো না, ভালো আবৃত
এখনো হয়, আগেও হতো কৃত।
আমি তো যুবক আমার চিত্তে
নজরে পড়ে জীবন চলার বৃত্তে।
শূন্য থেকে হয় কেবল সৃষ্টি
আহার বিভিন্ন ফল, বহুরূপি কৃষ্টি।
আগুনে সবকিছু পুড়ে হয় ছাঁই
নিখুঁত বিচার কী জগতে পাই?
প্রতিদিন প্রতিমুহূর্তে পৃথিবীতে ধর্ষিত হয়
মনে মনে, প্রকাশ্যে, গোপনে সবসময়।



০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৪

আহমেদ রুহুল আমিন বলেছেন: এই জন্যই’তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর পবিত্র কোরআনে উল্লিখিত বাণীর মাধ্যমে মানব জাতিকে এই সমস্যার সমাধান দিয়েই দিয়েছেন । মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.