নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

| স্মৃতি-বিস্মৃতি ...|

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫১

#আমার ‘মায়ের’ কস্তাপেড়ে
শাড়িখানি দুলছে যেথায়,
পাটশোলার বেড়া বেয়ে-
কুঁয়োর পাড়ে,
রৌদ্রশালিক টুনটুনিরা-
প্রহরান্তে সোহাগ মাখায়;
বিস্তৃত উঠোন ঘিরে-
সেদ্ধ ধানের গুচ্ছ মিছিল,
‘মায়ের’ চোখে শোকের পিরাণ,
সিক্ত যেথা অঝোর ধারায় |

# মাগো তুমি কোথা আছ ? কোন সূদুরে ?
নীল গহবর- আকাশে তারাদের ভীড়ে ?
শৈশব গেছে কবে ! তোকে হারিয়ে,
ঈশারায় ডাক সদা হাত বাড়িয়ে |
চেতনায় আছ যথা বেদনার ফ্লাশ,
হাতে নিয়ে তৃষ্ণার কাসর গ্লাস |

#একটি দোয়েল শীষ দিয়ে যায়,
দেবনগরের বন বাদাড়ে;
হাওয়ায় যে তার সুর মেলেছে-
বাঁশবনেরই ঘন আঁধারে ;
চপল মন তাই গানের পাখি,
যতো সবে উঠলো ডাকি-
সুরের সাথে সুর মিলিয়ে
তুললো যে গুঞ্জন;
উতাল সুরের মাতাল পাখি-
মাত করে বাঁশবন,
অশান্ত ওই সুরের মেলায়,
মুক্ত হাওয়া মত্ত খেলায়;
পাখির গানে হারিয়ে গেছে,
কিশোর বেলার স্মৃতি,
আঁধার ঘুমে ভোরের ডাকে-
মা’য়ের মুখ বিস্মৃতি !!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: ছবি এবং লেখা দুটাই ভাল লাগল। শুভেচ্ছা রইল।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
বাহ্ ! কবিতায় ভালোলাগা রইলো।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: মন্তব্যকারী দু‘জনের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা । ভাল থাকুন এই কামনা সতত: ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.