নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মডুরাম সাপুড়ে, কই যাস বাপুরে ... কুলা কুলা উয়া সিক ফুক্কি

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ

আবিল (দ্যা লিরিক বয়)

© ২০১০-২০৩ আবিল "সামহোয়ার ইন র‍্যাপষ্টা"

আবিল (দ্যা লিরিক বয়) › বিস্তারিত পোস্টঃ

সিগারেট খাচ্ছেন ??? তাহলে জেনে নিন কী খাচ্ছেন ! B:-) ব্যাপকঃ গবেষনামূলক পোষ্ট

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৯:২৮

আপনি সিগারেটে আসক্ত ? সিগারেট ছাড়া থাকতে পারেন না ?? আপনি কী জানেন যে আপনি কী খাচ্ছেন ? হয়তো বা বলবেন আমার সিগারেট খাওয়া নিয়ে তোমার অসুবিধা কী ? তবে আমি বাজি ধরে বলতে পারি যে সিগারেটখোর মানুষদের হার্ট চমকে যাবে এ পোষ্টটি পড়লে। চলুন প্রথমে একটি ছবি দেখে নেই...







এবার দেখি সিগারেটে কী কী আছেঃ

১.ক্যাডমিয়াম

২.স্টেরিক এসিড

৩.হেক্সামিন

৪.টলুইন

৫.নিকোটিন

৬.অ্যামোনিয়া

৭.রঙ

৮.মিথানল

৯.কার্বন মনোক্সাইড

১০.আর্সেনিক

১১.মিথেন

১২.এসিটিক এসিড

১৩.বুটেন



এই তেরোটি উপাদান বিশিষ্ট দ্রব্য হলো সিগারেট। এবার চলুন দেখে আসি এই তেরোটি দ্রব্য কী কাজে ব্যাবহৃত হয়।



১.ক্যাডমিয়ামঃ ক্যাডমিয়াম হলো ব্যাটারীতে ব্যাবহৃত উপাদান। এটি একটি ধাতু এবং মানব শরীরের জন্য অত্যান্ত ক্ষতিকর।



২.স্টেরিক এসিডঃ মোমবাতি দেখেছেন তো ?? মোমবাতির রাসায়নিক উপাদান যখন বাতাসের অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে দাহন কার্য সম্পন্ন করে, অর্থাৎ সলতে তে আগুন দেওয়ার পর মোমবাতি যখন জ্বলে তখন উচ্ছিষ্ট হিসেবে এই এসিড তৈরি হয়। এই এসিড এ কার্বনের মাত্রা প্রচুর।



৩.হেক্সামিনঃ এটি একটি দাহ্য পদার্থ যা আগুন জ্বালাতে সাহায্য করে।



৪.টলুইনঃ টলুইন একটি হাইড্রোকার্বন অর্থাৎ জ্বালানি গ্যাস। তবে টলুইনের ব্যাবহার ব্যাপক এটি রঙ এ, ছাপার কালিতে, আঠা তৈরিতে, সিমেন্ট রঙ করতে, পারমানবিক চুল্লিতে ব্যাবহার হয়। এটি হয়তোবা আপনার ফুসফুসের ভিতরে একটি রঙিন আস্তরন বসিইয়ে দিবে।



৫.নিকোটিনঃ সিগারেটের ক্ষতিকারক দ্রব্যগুলোর মধ্য সবচেয়ে পরিচিত হচ্ছে এই নিকোটিন। কখনো পোকা মারার স্প্রে দেখেছেন ??? সেই স্প্রে তৈরিতে ব্যাবহৃত হয় এই নিকোটিন। মানব দেহকে একই ভাবে নিস্ক্রিয় করতে এই বিষাক্ত পদার্থ সমান ভাবে কার্যকর।



৬.অ্যামোনিয়াঃ ডাষ্টবিনের পাশে হেটে গেলে যেই দুর্গন্ধ হয় তা এই অ্যামোনিয়ার জন্য। হারপিক বা এই জাতীয় টয়লেট ক্লিনার তৈরির মূল উপাদান গুলোর একটি হচ্ছে এই অ্যামোনিয়া।



৭.রঙঃ রঙ সম্পর্কে তেমন কিছু বলার নেই। সিগারেটের ফিল্টারে যেই রঙ থাকে তা মুখে দেওয়ার জন্য অনুপোযোগী কিন্তু সিগারেট খেতে হলে তা মুখে নিতেই হয়।



৮.মিথানলঃ রকেট চালানোর জন্য যেই জ্বালানি ব্যাবহৃত হয় তা হলো এই মিথানল।



৯.কার্বন মনোক্সাইডঃ কার্বন মনোক্সাইড নামটা অচেনা থাকার কথা নয়। আমি এটাকে সরাসরি বিষ বলেই আখ্যায়িত করব। কারন, কার্বন মনোক্সাইডের বিক্রিয়া নিয়ে আপনারা পড়েই থাকবেন।



১০.আর্সেনিকঃ চিনেন নিশ্চয়ই !



১১.মিথেনঃ বাড়িতে গ্যাসের চুলা দেখেছেন তো ?? কেউ কেউ হয়তোবা ব্যাবহারো করেছেন। যেই গ্যাসটি দিয়ে আপনি রান্না করছেন সেই গ্যাসটি হচ্ছে এই মিথেন। বহুল ব্যাবহৃত এই হাইড্রোকার্বন গ্যাসটি যে মানব শরীরের জন্য কী ধরনের ভূমিকা রাখতে পারে তা তো জানেনই।



১২.এসিটিক এসিডঃ
ভিনেগার দেখেছেন তো। একবার কাঁচা ভিনেগার খেয়ে দেখুন কেমন লাগে। এই বিদঘুটে স্বাদওয়ালা জিনিসটার মূল উপাদান হচ্ছে এই এসিটিক এসিড।



১৩.বুটেনঃ সিগারেট খেলে তো লাইটার জ্বালিয়ে থাকবেন। আর এই লাইটারে ব্যাবহৃত বুটেনটা কিন্তু আপনার ফুসফুসেই ঢুকছে।









এরপর একবার ভেবে দেখুন আপনি কী আর সিগারেট খাবেন ????

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩২

১১স্টার বলেছেন: তাই তো প্রেসিডেন্ট বারাক ওবামা পেরেছে, আমিও পেরেছি, আপনিও পারবেন

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১০

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: আমি তো করিনা ... তবে যারা করে আশা করে তারাও পারবে

২| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩৮

একা স্বপ্নীল পথিক বলেছেন: অনেক ভালো লিখেছেন। মানুষ সচেতন হোক এই আশাই করি।

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১১

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: আমিও এই আশা নিয়ে সচেতন করেছি ...

৩| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩৮

অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ বলেছেন: আরও বেশি করে খাবো। ১ এর ভিতর ১৩ ! :P :P :P

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১২

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: খেলে খেতে পারেন তবে আমার মনে হয় এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করাই উত্তম..

৪| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪১

সার্থক চেতনা বলেছেন: এ্যাকটিক এসিড না। এসিটিক এসিড হবে।

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৪

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: ঠিক করে দিলাম :D ভুল ধরানোর জন্য ধন্যবাদ ..

৫| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪৫

নষ্ট কবি বলেছেন: সিগারেট খাওয়া ভাল না

তবু ও মাঝে মাঝে খাই

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৫

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: যেহেতু জানেন সেটা ভালো না, সেহেতু এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করাই উত্তম...

৬| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫১

ধীমান অনাদি বলেছেন: তবুও খাবো। :P :P :P :P :P :P :P :P B:-/ B:-/ B:-/ :-B :-B :#) :#)

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১৭

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: আপনি খাল কেটে কুমির আনলে আমার কিছু করার নেই। #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S

৭| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৪

রাখালছেলে বলেছেন: মামা সিগারেটের ভাল দুইটা দিক আছে । কি কি বলতে পারবেন ? যদি পারেন তাহলে বুঝব আপনে জ্ঞানী আর যদি না পারেন তাহলে বুঝব আপনি বিজ্ঞানী । কি বলতে পারবেন...???? :-< :-<

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২৪

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: আমি নিজেকে জ্ঞানী বলে জহির করতে এই পোষ্টটি লিখিনি। আর আমি নিজে বিজ্ঞানীও নই। আমি একজন টিনেজার। চোখের সামনে সিগারেটের ক্ষতিকারক দিক দেখেও কাউকে না জানানোতে অপরাধবোধ হচ্ছিল। আমি এখন আমার কথা মুখ ফুটে বলেছি। এখন আপনার সচেতন হওয়ার পালা। যদি আপনি না সচেতন হন তাহলে আমার কিছু করার নেই।

আর যদি দুটো উপকারী দিক জানতে চান তাহলে আমার জানা দুটো দিক বলি -

১. মৃত্যুকে কাছে নিয়ে আসতে পারবেন, এই অসহ্য পৃথিবীকে দ্রুত বিদায় জানাতে পারবেন।

২.অপচয়কারী হিসেবে মহাশক্তিধর শয়তানের ভাই এর খেতাব পেয়ে যাবেন।

হয়তোবা আপনার জানা উপকারীতা এর মধ্য না ও থাকতে পারে। যদি না থাকে তাহলে মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৮| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০১

অনির্বাণ রায়। বলেছেন: B:-) :#> :-P :( :(( :(( :(( :(( :(( :(( :((


যাই হোক পোস্ট এ প্লাস । আপনার পোস্ট সার্থক হোক ।

নষ্ট কবি বলেছেন: সিগারেট খাওয়া ভাল না

তবু ও মাঝে মাঝে খাই

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২৬

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: ধন্যবাদ, পোষ্টে প্লাস দেওয়ার জন্য। সিগারেট খাওয়া ছেড়ে দেওয়ার চেষ্টা করলে হয়তোবা একসময় ছেড়ে দিতে পারবেন...

৯| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩২

সার্থক চেতনা বলেছেন: এইসব ছাই খায়া যদি কেউ শান্তিতে থাকে, তাইলে আমার কিছু বলার নাই। কাগজের মধ্যে তামুক(ছাই) ভইরা, আগায় আগুন লাগায়া, ুটকি দিয়া টান দেওয়ায় যে কি মজা, সেটা তারাই যানে। দুনিয়ায় কি ভালো খাবার নাই নাকি?

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪৪

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: ভাল খাবার আছে নাকি নাই সেটা ওরাই জানে ...

১০| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৮

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: পোষ্টে কষে প্লাস !!

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪৯

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: আপনাকে কষে ধন্যবাদ...

১১| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৫৭

ফয়সাল তূর্য বলেছেন: সিগারেট ছাইড়া দিছি ৩ বছর আগে!!

১১ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৪৬

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: :D :D কী আনন্দ !!

১২| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৫৮

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: আমাড় এক দোস্ত আছে... সে কয় সিগারেট নাকি ভাতের চেয়েও উপকারি... :( ... ওরে এটা পড়াইতে পারলে কাজে দিত

১১ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৪৮

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: :( আহারে... কষ্ট... তবে আপঅনারে ধন্যবাদ...

১৩| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৫

জ্যোস্নার ফুল বলেছেন: আমি দুই সপ্তার জন্য ষ্ট্রাইক করছি। আগামী ২২ তারীখ থেকে আবার শুরু করার ইচ্ছা আছে । তবে নগদে এই লেখা পইড়া মেয়াদ ২৪ তারীখ পর্জন্ত বাড়ানো হইল।

যাউকগা, বিড়ির কুফল আগেই জানতাম আজকে আরো ভালোভাবে জানলাম। ধন্যবাদ।

কিন্তু গঞ্জিকার কুফল সম্পর্কে কোথাও লেখা পাইলাম না। এইটাতো প্রাকৃতিক এবং ভেষজ জিনিষ। এর সুফল কুফল সম্পর্কে একসময়, সময় কইরা পুষ্টাইয়েন।

১১ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪২

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: আমার পোষ্ট পড়ে যে আপনি দুইদিন সিগারেট ছাড়া থেকেছেন সেটাই আমার বড় পাওয়া

গাঞ্জিকার কুফল জানিনা। জানলে বলব ...

১৪| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১১

আবু মোশাররফ রাসেল বলেছেন: গন্ধই সহ্য করতে পারি না ভাই। যারা খায় তারা কেমনে খায় তাই ভাবি!!!

১১ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৫১

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: আমার ও একই অবস্থা... বেশ বাজে গন্ধ...

১৫| ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২১

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: আরও বেশি করে খাবো। ১ এর ভিতর ১৩ ! =p~ =p~

১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২০

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: খান.. পরে বুঝবেন আনলাকি থার্টিন...

১৬| ১০ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:১৫

সাদা বাজ বলেছেন: " তামাক ও তামাক জাতীয় দ্রব্যের উৎপাদন ও বিক্রীর উপর নিষেধাজ্ঞা জারী করা হউক।" এটাই হচ্ছে এক মাত্র পথ।
সচেতনমূলক পোস্টটির জন্য ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২২

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: হুম, সেটাই হবে শ্রেষ্ঠ উপায়। কিন্তু মাদকাসক্ত ব্যাক্তিদের জন্য সেটাও করা যায় না...

১৭| ১০ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:৪৫

সোহরাব সুমন বলেছেন: তাইলে তো গ্যাসের চুলায় রান্না করলে মিথেন খাওনেরও ভয় আছে, হায় হায় .......................

২৫ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৩

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: নাহ, ব্যাপারটা এটা না। রান্নার চুলায় মিথেন (CH4) থাকে ফুয়েল হিসেবে, আর সিগারেট এ থাকে র-ম্যাটারিয়াল হিসেবে... একটু ভালভাবে পড়ে দেখুন...

১৮| ১১ ই অক্টোবর, ২০১১ রাত ৯:১৩

ধূর্ত শিকারি বলেছেন: সার্থক চেতনা বলেছেন: এইসব ছাই খায়া যদি কেউ শান্তিতে থাকে, তাইলে আমার কিছু বলার নাই। কাগজের মধ্যে তামুক(ছাই) ভইরা, আগায় আগুন লাগায়া, ুটকি দিয়া টান দেওয়ায় যে কি মজা, সেটা তারাই যানে। দুনিয়ায় কি ভালো খাবার নাই নাকি?

সহমত। এত ভালো ভালো জিনিস থাকতে সিগারেট ক্যান?

চমৎকার পোস্ট, পোস্টে প্লাস।

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩০

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: ধন্যবাদ ...

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৬

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: আমি তো এমনি এমনি খাই.......... :#)

২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৩

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: তাহলে এমনি এমনি ধরা খাবেন ... :)

২০| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৭

লিংকন১১৫ বলেছেন: :(

১৮ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৪০

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.