নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৪ মে, ২০১২
'ডোন্ট শো ইয়োর রেড আইজ'
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দী দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলা একাডেমীর সভাপতি ইমিরেটাস ট্রাইব্যুনাল-১-এ তিনি এই জবানবন্দী প্রদান করেন। অধ্যাপক আনিসুজ্জামান জবানবন্দীতে বলেছেন সাকার নেতৃত্বে চট্টগ্রামের রাউজানে হত্যা নির্যাতন চলে। একপর্যায়ে জেরার সময় সাকা চৌধুরী তাঁর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উচ্চস্বরে বলেন, “মিস্টার নিজামুল হক, উইথ অল ডিউ রেসপেক্ট, ডোন্ট শো ইয়োর রেড আইজ (সম্মান পূর্বক যুদ্ধাপরাধী বিচার বলছি, চোখ রাঙাবেন না)। পরে জেরা মুলতবি করে আদেশ দেন চেয়ারম্যান নিজামুল হক।
ইলিয়াসের সন্ধান ও মামলা প্রত্যাহার না হলে সরকার বিদায়
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে ইলিয়াস আলীর সন্ধান ও ১৮ দলের নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে সরকারকে গণআন্দোলনে বিদায় নেয়ার জন্য তৈরি থাকতে হবে। সোমবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মির্জা ফখরুল বলেন, রবিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে পুলিশ বাধা দিয়েছে। আজও আমাদের কর্মসূচী করতে বাধা দিয়েছে। সরকার বেসামাল হয়ে আমাদের শান্তিপূর্ণ বাধা দিয়েছে।
১৪ মে ২০০৭
খালেদা জিয়ার যাওয়া হলো না, সাঈদ এস্কান্দারের সস্ত্রীক দেশত্যাগ
শেষ পর্যন্ত বিদেশ যাওয়া হলো না খালেদা জিয়ার। দলের পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থ হওয়ার কারণে তিনি সোমবার যেতে পারেননি। তবে শীঘ্রই তিনি বিদেশ যাবেন। এর আগে সোমবার সারাদিন গুজব ছিল রাতেই দেশ ছাড়ছেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে যাচ্ছেন তাঁর ভাগ্নে সাইফুর ইসলাম ডিউক, ছোট ছেলে আরাফাত রহমান কোকো, কোকোর বউ, কোকোর দুই মেয়ে জামিয়া ও জাহিয়া। অবশ্য তাদের কারও বিদেশ যাওয়া না হলেও খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব) সাঈদ এস্কান্দার সস্ত্রীক লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
হান্নান শাহ ও তার বড় ছেলে গ্রেফতার। পাঁচ দিনের রিমান্ডে
জনকণ্ঠ রিপোর্ট॥ নানা ঘটনায় রাজনৈতিক অঙ্গনে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত-সমালোচিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ ও তাঁর বড় ছেলে রেজাউল হান্নানকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার ডিওএইচএস-এর নিজ বাসভবন থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে। দ্রুত বিচার আইনে দায়েরকৃত একটি চাঁদাবাজির মামলায় আদালতের মাধ্যমে তাঁদের দু'জনকেই পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হঠাৎ করেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখপাত্র বনে যাওয়া এই বিএনপি নেতার গ্রেফতারের ঘটনাটি সোমবার পরিণত হয়েছিল 'টক অব দ্য ক্যাপিটাল'-এ। ১/১১-এর পরবর্তীত পরিস্থিতিতে সদ্য ক্ষমতা থেকে বিদায়ী রাজনৈতিক দল বিএনপি যখন বিপর্যন্ত, কোণঠাসা- তখন হঠাৎ করেই নানা বক্তব্য-মন্তব্য করে রাজনীতির মাঠে সামনের কাতারে চলে আসেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ব্রিগেডিয়ার (অব) হান্নান শাহ।
১৪ মে, ২০০৮
শেখ হাসিনাকে নিয়েই আওয়ামী লীগ সংলাপ ও নির্বাচনে যাবে, নিঃশর্ত মুক্তি দাবি
১৪ মে, ২০০৬
আহত ছাত্রের মৃত্যুর পর প্রচণ্ড ছাত্র বিক্ষোভ৷ ৩৭ ঘণ্টা অবরুদ্ধ ভিসি, বাসভবনে অগ্নিসংযোগ, অবশেষে পদত্যাগ, ছাত্রদের বিজয় মিছিল, গুলিবর্ষণকারী পুলিশের শাস্তি দাবি।
১৪ মে, ২০০৪
রাজশাহীতে ‘বাংলা বাহিনী'র ১৯ জঙ্গী গ্রেফতার
শুক্রবার রাতে রাজশাহীর পবা উপজেলার কালুপাড়ার একটি বাড়ি থেকে স্থানীয় জনতা মৌলবাদী জঙ্গী সংগঠন 'বাংলা বাহিনী'র ১৯ ক্যাডারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গভীর রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছিল। পুলিশ জানায়, ছেলে রাসেলের অভিযোগ পেয়ে গ্রেফতারকৃত ক্যাডাররা কৃষক আনিসুর রহমানের বাড়িতে তার (আনিসুর) বিচার করতে ৮টি মোটরসাইকেলযোগে আসে। রাত ৮টায় বিচার কার্য শুরু হলে শত শত গ্রামবাসী ওই জঙ্গী ক্যাডারদের ঘেরাও এবং আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
মীরসরাইয়ে যুবদল ক্যাডারদের তাণ্ডব ভাংচুর আগুন ২. যুবককে হত্যা, আহত ১৫
১৪ মে, ২০০৩
ঢাকায় গুলিবিনিময়ে ডিবির দুই পুলিশ ও এক সন্ত্রাসী নিহত
১৪ মে, ২০০০
এ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর ফটিক হত্যা মামলার রায় এরশাদ শিকদার লিয়াকত লস্কর ও জামাই ফারুকের আবার ফাঁসি ॥ তিন আসামীর কারাদণ্ড।
১৪ মে, ১৯৯২
শরণার্থীদের বিক্ষোভ।।গুলীতে ১ জন নিহত রোহিঙ্গা প্রত্যাবাসন স্থগিত
রোহিঙ্গা প্রত্যাবাসন অনির্দিষ্টকালের জন্য পিছাইয়া গেছে। টেকনাফে বাংলাদেশ ও মায়ানমার প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে প্রত্যাবাসন আপাততঃ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী রবিবার উভয় পক্ষের আরেক দুফা বৈঠকে প্রত্যাবাসনের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হইবে। এদিকে আবাসনে অনিচ্ছুক শরণার্থীরা গতকালও বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ-মিছিলের এক পর্যায়ে আনসারের গুলীতে ১জন শরণার্থী নিহত এবং অপর ১৫/১৬ জন আহত হইয়াছে। ইহা ছাড়া ১ জন ত্রাণ কর্মকর্তাসহ ১০/১২ জন আনসার ও আহত হইয়াছে। গতকালের বৈঠকে প্রথম পর্যায়ে বাংলাদেশ প্রত্যাবাসনের জন্য ৮ হাজার ৮শত ৮০ জন শরণার্থীর একটি তালিকা মায়ানমারের নিকট হস্তান্তর করে।
১৩৪ মে, ১৯৯১
৭ সহস্রাধিক মার্কিন নৌ সেনা ও নাবিক ত্রাণ তৎপরতায় অংশ নিবে
যুক্তরাষ্ট্রের সবচাইতে দক্ষ ও ক্ষিপ্র সেনাদল হিসাবে পরিচিত মেরিন টাস্ক ফোর্স আজ বিকাল নাগাদ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে পৌছাইবে বলিয়া আশা করা হইয়াছে। প্রায় ৪ হাজার ৭শত নৌ-সেনা এবং ২ হাজার ৪শত নাবিক সমন্বয়ের এই টাস্ক ফোর্স বহরে ৮টি যুদ্ধ জাহাজ থাকিবে, ফিলিপাইন হইতে যাত্রা করিয়া জাহাজগুলি গতকাল (মঙ্গলবার) ভারতীয় উপকূলে পৌঁছে। ইতিমধ্যে এই টাস্ক ফোর্সের অংশ হিসাবে আগত ৫টি ব্ল্যাক হক, হেলিকপ্টার চট্টগ্রাম বিমান ঘাঁটিতে আসিয়া পৌছিয়াছে। মেরিন টাস্ক ফোর্সটির যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম বিমান ঘাঁটিতে আলাদা স্থান নির্ধারণ করা হইয়াছে।
বাংলাদেশকে সাহায্য করুন জাতিসংঘ সাধারণ পরিষদের আহবান
বাসস জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদ সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে বাংলাদেশকে সর্বাত্মকভাবে সাহায্য করার জন্য সদস্যদেশ, সংস্থা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতি আবেদন জানাইয়াছে। গত সোমবার বিনাভোটে গৃহীত এই প্রস্তাবে ক্ষয়ক্ষতি মোকাবিলায় ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠন কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশকে সর্বতোভাবে সাহায্য করার জন্য আন্তর্জাতিক অর্থ সংস্থা এবং বেসরকারী সাহায্য সংস্থার প্রতিও আহবান জানান হয়। পরিষদে ভাষণদানকালে বাংলাদেশের উপ স্থায়ী প্রতিনিধি মহিউদ্দিন আহমদ বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ১ লক্ষ ৩৯ হাজার লোক নিহত, ততোধিক লোক গৃহহীন এবং প্রায় এক কোটি লোক ক্ষতিগ্রস্ত হইয়াছে।
১৪ মে, ১৯৯০
আওয়ামী লীগের সভায় আন্দোলনের সিদ্ধান্ত
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৩ দিনব্যাপী সভার প্রস্তাবে সরকারের পদত্যাগ ‘ভোটারবিহীন' সংসদ বাতিল করিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সার্বভৌম সংসদ নির্বাচন অনুষ্ঠান, প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা বানচাল, উচ্চ দ্রব্যমূল্য প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, দুর্নীতি ও লুটপাট প্রতিরোধ এবং আসন্ন বাজেটে নূতন কর আরোপের প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ মে, ১৯৮৫
নিরীহ মানুষের রক্ত লইয়া রাজনীতি করিতে দেওয়া হইবে না – এরশাদ
প্রেসিডেন্ট ও প্রধান সামরিক সামরিক আইন প্রশাসক লেঃ জেনারেল এইচ এম, এরশাদ অবাধ জাতীয় উন্ন-য়নের জন্য শাস্তি ও শৃংখলা অক্ষুণ্ণ রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করিয়াছেন। আজ সুজানগর উপজেলা সদর আকস্মিক পরিদর্শনের পর তিনি এক জনসমাবেশে ভাষণদানকালে দুঃখ প্রকাশ করিয়া করিয়া বলেন, মুষ্টিমেয় সমাজবিরোধীরা হীনস্বার্থ হাসিলে সামাজিক শান্তি বিঘ্নিত করিতে উদ্ধৃত হইয়াছে। ইহা জনগণের কোন কল্যাণে আসিবে না কিন্তু। গণবিরোধী ব্যক্তিদের ঘৃণ্য উদ্দেশ্যও সফল হইবে না।
১৪ মে, ১৯৮৪
জনদলের গণমিছিল
দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট এরশাদ ঘোষিত সংসদ নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণের কর্মসূচীর প্রতি সংহতি ও একাত্মতা ঘোষণা করিয়া আজ জনদলের উত্তোগে এক গণমিছিল বাহির হইবে। গণমিছিলকে সফল করার উদ্দেশ্যে গতকাল সোমবার জনদলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। আমজাদ আলী খানের সভা পাতত্বে সভায় জনদলের মহা- সচিব জনাব মাহবুবুর রহমান বলেন যে, পৃথিবীর ইতিহাসে এক নজির স্থাপন করিয়া সামরিক সরকারের প্রধান হইয়াও জেনারেল এরশাদ শান্তিপূর্ণ উপায়ে নির্বাচিত জন প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করার কর্মসূচী ঘোষণা করিয়াছেন।
১৪ মে, ১৯৭৯
নেতৃবৃন্দের সহিত প্রেসিডেন্টে জিয়ার ঘরোয়া বৈঠক
প্রেসিডেন্ট জিয়াউর রহমান গত তিন দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের সহিত কয়েক দফা ঘরোয়া বৈঠকে মিলিত হন । বৈঠকে নির্দিষ্ট কোন বিষয়ের উপর আলোচনা না হইলেও প্রেসিডেন্ট নেতৃত্বদের সহিত আলোচনাকালে দেশের বর্তমান প্রভাষরীণ পরিস্থিতির উপর দেন বলিয়া জানা গিয়াছে।
১৪ মে, ১৯৭৪
বাংলাদেশে ও ভারতের মন্ত্রী ও অফিসার পর্যায়ের বৈথকে দুদেশের সীমান্ত চিহ্নিতকরণ নীতি সম্পর্কে সমঝোতা।
১৪ মে ১৯৭২
ভারতের সাম্প্রদায়িক দাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের গভীর উদ্বেগ প্রকাশ, মুসলমানদের হত্যাকান্ড বন্ধের জন্য ভারতের প্রতি আহবান।
১৪ মে ১৯৭১
শরণার্থী ভারে জর্জর পঃ বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী ইন্দির গান্ধী
উদ্ধৃতি:
"যে সরকার জনগণের ভাত ও ভোটের অধিকার রক্ষা করিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই।"
-আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা : ১৪ মে ১৯৯৫
“দেশের মানুষের জন্যে মুজিবের অন্তর সব সময়ই কাঁদে। আমি তা জানি। কিন্তু ও অসহায়।”
-সাংবাধিক সন্মেলনে মওলানা ভাসানী : ১৪ মে ১৯৭৪
"শেখ মুজিব, এখনও সময় আছে, তুমি আমার কথা শোন। আমার সঙ্গে চীন চলো, ১২ দিনের মধ্যে চীনের স্বীকৃতি, বার্মার চাউল এবং পাকিস্তানের বন্ধুত্ব আদায় করিয়া লইয়া আসিব।"
-পল্টনের জনসভায় মাওলানা ভাসানী : ১৪ মে ১৯৭৩
সূত্র:
১। উইকিপিডিয়া
২। বিবিসি
৩। দৈনিক ইত্তেফাক
৪। দৈনিক প্রথম আলো
৫। দৈনিক সমকাল
৮। https://songramernotebook.com/
১৫ ই মে, ২০২৪ দুপুর ১:৩৩
জোবাইর বলেছেন: সাকার আস্ফালন দেখে মনে হতো আইন-আদালত-সরকার কেউ উনাকে কিছু করতে পারবে না। আসলে আস্ফালন উনার জন্মসূত্রে পাওয়া রোগ!
২| ১৫ ই মে, ২০২৪ সকাল ৯:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: নজর বুলিয়ে গেলাম।
১৫ ই মে, ২০২৪ দুপুর ১:৩৩
জোবাইর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২৪ রাত ৩:২১
কামাল১৮ বলেছেন: সাকার আস্ফালন ছিলো চরম নির্লজ্জের মতো।তার ফাঁসিতে মানুষ হাফছেড়ে বেঁচেছেন।সে ভাবতেই পারেনাই তাকে ফাঁসিতে ঝোলানো হবে।