নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !
মানুষ বুক পকেটে চিঠি রাখে
আর আমার বুকের ভেতর গোটা একটা চিঠি
অফুরান দিস্তা ভরা,
ফর্মার পর ফর্মা ধরে লেখা!
চিঠিটা তোমার পড়া হয়নি
বুকে মাথা রাখোনি বলে!
এই চিঠি তোমারই একান্ত,
এ কেনো মেঘদূত কাব্য নয়,
পাঠকের মনোরঞ্জনে
সাহিত্যের উপজীব্য নয়;
এ আবেগ নিলামে তোলার নয়!
এ আবেগ আবহ ঘনায় শুধু
আমাদের অভিমান অভিসারে!
শুধু জেনো,
চিঠির যেখানে কালি লেপ্টে গেছে,
যেখানে কাগজ ক্ষয়ে গেছে,
যেখানটায় আর পড়া যাচ্ছে না কথা-
সেখানে পড়েছে নিখাদ নোনাজল
নিটোল কপোল গড়ানো
আলতো আলতো ফোটা!
তুমি ডাকপিয়নের অপেক্ষা করলে
আর আমি গোটা মানুষটাই
এক আমৃত্য অশেষ চিঠি হয়ে
পাশে পড়ে রইলাম,
খামটাই ছুঁয়েছ শুধু
খুলে দেখা হল না চিঠি
যা শুধু তোমার জন্যে লেখা!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৬
জীয়ন আমাঞ্জা বলেছেন: আমরা অনেক সময় পাশাপাশি থেকেও পরস্পরকে জানতে বুঝতে পারি না।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬
গার্ডেড ট্যাবলেট বলেছেন: দিস্তা ভরা গোটা চিঠি যদি নারীর উদ্দেশ্যে হয়ে থাকে তবে তাকে সম্বোধনে কল্যাণীয়েষু নয় বরং কল্যাণীয়াষু হবে। কল্যাণীয়াষু স্ত্রীবাচক।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৪
জীয়ন আমাঞ্জা বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৫
মিরোরডডল বলেছেন:
সেইরকম একটা কবিতা পড়লাম!
খুব ভালো লেগেছে জীয়ন।
আর আমার বুকের ভেতর গোটা একটা চিঠি
বুকের ভেতর জুড়ে থাকে
রক্ত রাঙা খোলা চিঠি
খুব কম মানুষই বুঝতে পারে
যদি না অনুভূতি স্পর্শ করে
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৮
মামুinসামু বলেছেন: চিঠি(গুলো) কেন খুলে দেখা হয় না? আগ্রহ নেই বলে?