নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

দাঁড়কাক

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৫


ত্তরের বাতাসের মত
হুহু করে দুঃখেরা নেমে আসে
এইসব জোছনাসিক্ত রাতে!
কত নামের, কত ঢঙের,
কত অজুহাত, অভিযোগ
আর আফসোসে নিংড়ানো দুঃখ!
সব দুঃখই না পাওয়ার,
তার মাঝে আরো করুণ,
আরো গহীন ভারাক্রান্ত দুঃখ আমার এক-
তোমারে পেয়েছিলাম ক্ষণিকের তরে!

বেনিয়া সাম্রাজ্যে বুর্জোয়া বণিকের তাসে
রাজা রাণী রেখে কখনও জোকার হাসে,
কত হরতন কাটা পড়ে যায় রুইতনের ধারে-
লালে লালে মাখামাখি হয়,
ইশকাপনের নকশা ঘষে
ভেজে না খসখসে নিষ্কাম চিড়ে
তার মন খণ্ডিত পড়ে রয় আরো একান্ন বিশ্বাসে,
মাঝখানে গোলামেরা জয়ী হয়ে যায়!

আমি কুয়াশা ঠেলে দৃষ্টি এগিয়ে দিয়ে দেখি
রেলিঙে জবুথবু হয়ে বসা একটি দাঁড়কাক,
চোখে তার জোছনার তীর্যক আলো
সেঁটে দিয়েছে জলের শুষ্ক ক্রন্দন!
জানতে ইচ্ছে হল- তুমি কেন ঘরে ফিরছ না!
কিছু বলার আগেই পাখিটি ডানা মেলে দেখালো
দুঃখ বইতে না চাইলে এভাবেই উড়াল দিতে হয়!

অতঃপর কাকটা উড়ে গেল,
অথচ রাস্তায় তখন রক্তের স্রোত বইছে,
ঘুমন্ত নাইটগার্ড চোখ বুজে আছে!
সে তো জানে না, শিশিরের কপালে
সিঁদুরের রং কেমন অযাচিত ক্ষতের মতন ঠেকে!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি দুর্দান্ত একটি কবিতা লিখেছেন। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। লেখকের পুরোটা স্বাধীনতা আছে কবিতার নাম দেবার। কিন্তু বোন হিসেবে একটা অনুরোধ করতেই পারি আর তাহলো -- এত সুন্দর বেদনা-বিধুর একটি কবিতার নামটা একটু ভিন্ন হলে ভালো হয়।
শুভকামনা নিরন্তর।

২| ২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ বললে কম বলা হয়, তার চাইতেও অধিক বেশি।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৩

জীয়ন আমাঞ্জা বলেছেন: পরামর্শ সমাদরে গৃহীত হল ❤️

৪| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে জুন, ২০২৪ বিকাল ৫:০৩

জীয়ন আমাঞ্জা বলেছেন: আজকে পড়ে মনে হচ্ছে, হু, সুন্দরই হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.