নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

সুখ

১৯ শে মে, ২০২৩ রাত ১:২৫

সুখ নামক তত্ত্বটির কথা মনে এলেই বার্টান্ড রাসেলের সুখ বইটির কথা মাথায় আসে৷ আমি বইটি পড়িনি৷ সুখ নিয়ে অসংখ্য মনীষীর অসংখ্য মতবাদ আছে, আমার তার কিছুই মনে পড়ছে না৷ সুখ বলতে আমি নিজে যা বুঝি, তা হল সুখ একটি সিদ্ধান্ত৷ আপনার সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতাই আপনার সুখ৷ ক্রিটিকাল লাগছে? ব্যাখ্যা করি৷ আমরা সুখী হই কীসে? সাধারণত মন যা চায়, তা করতে পারাই আপাতদৃষ্টিতে সুখ৷ আপনার ইচ্ছে হল বৃষ্টিতে ভিজবেন, ভিজলেন, আপনার মন তুষ্ট হল, সুখ পেলেন৷ আপনার মন চাইল সিলেট চলে যাবেন, গেলেন, আপনি তৃপ্ত হলেন, হল আপনার সুখ! আপনি যা করতে চান, তা করতে পারছেন, আপনি সুখী৷ অসুখ বোধটা হয়, যখন আপনি আপনার মনের চাওয়া অনুযায়ী সিদ্ধান্তটা নিতে পারেন না৷ আপনার সিলেট যাবার টাকা নেই, পারলেন না, হল না সুখ৷ খুবই হালকা লাগছে না কথাটা?

ভাবছেন, সুখ কী করে কেবল এটুকুই হয়!

হ্যাঁ, সাধারণ বিবেচনায় হয় না৷ হয় না কারণ, আপনি আমি আমরা সাধারণত এভাবে সুখকে দেখি না৷ আমাদের জীবন একার নয়, তাই বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্তও একার হয় না৷ আপনার ইচ্ছে করল, প্রেয়সীর হাত ধরে জোছনায় ভিজবেন, আপনার প্রেয়সী হাই তুলে ঘুমাতে চলে গেল৷ এই শুরু বিপত্তি৷ আপনার মন চাইল ঘরে সোনালী রঙের পর্দা দেবেন, আপনার স্বামী চাইল লাল পর্দা৷ সিদ্ধান্তের কনফ্লিক্ট আরম্ভ!

দুজনে মিলে একই চাওয়ায় মেতে উঠলে তবেই বিষয়গুলো সুন্দর হত৷ এই যে দুজনের চাওয়া, একই মোটিভে আগ্রহী হলে আপনার প্রতিটি মুহূর্তই সুন্দর৷ আপনি সুখী, আপনারা সুখী৷ হয় না বলেই অসুখটা মাথাচাড়া দেয়৷

শুধু সঙ্গী বিষয়ক হচ্ছে কথাটা? তার মানে কী, সিঙ্গেলরা সুখে আছে?
তা নয়, আপনি সিঙ্গেল, আপনার মন চাইছে বাঁশী বাজাবেন মাঝরাতে! আপনার বাপ এসে কেলাবে, প্রতিবেশী লাঠি নিয়ে তেড়ে আসবে! অর্থাৎ কেবল সঙ্গী নিয়েই কথাটা নয়!

আপনি যতক্ষণ সিদ্ধান্ত একা নিতে পারছেন, ততক্ষণ আপনি সুখী৷ যখনই আপনার সিদ্ধান্ত অন্য কোন নিয়ামকের ওপর নির্ভরশীল এবং সে নিয়ামকটি নেগেটিভ, তখন আর আপনার অধিকার থাকছে না সুখে৷

আমাদের সুখগুলো ভীষণভাবে আর কারো ওপর, আর কিছুর ওপর নির্ভরশীল৷ সেই আর কেউ বা আর কিছু যদি আপনাকে দয়া করে, তবেই আপনি সুখী৷ যে যারে চায়, সে তারে পায় না, আমার মন যা চায়, মানসী তা চায় না- এই তো হাহাকার৷ এখানেই সুখের ফয়সালা, সুখ টাকা পয়সায় না, গাড়ি বাড়ি সম্পত্তিতে না৷ সুখ মানুষে মানুষে৷ একে অপরকে রাঙিয়ে তোলায় সুখ৷ একে অপরকে সাপোর্ট দেওয়ায় সুখ৷ আপনার টাকা আপনাকে অসুখ দেয় না, অসুখ দেবে ওই টাকা নিয়ে কাড়াকাড়ি!

ঘুম পাচ্ছে, সুখ নিয়ে বিরাট প্রবন্ধ লিখতে চাইছিলাম৷ এখন দেখতে পাচ্ছি একই কথা বারবার আউড়াচ্ছি! অতএব, আঁতলামি থাক৷ আপনার সুখ আপনি স্বার্থপরের মত আদায় করতে পারেন আর দশজনকে তকলিফ দিয়ে, কিংবা আপনি একটু সুখের আশায় পা ধরে কান্নাকাটি করতে পারেন যার হাতে বা সম্মতিতে আপনার সুখ রয়েছে, কিংবা এসব ক্যাচাল বাদ দিয়ে একরাশ অভিমান নিয়ে আমার মত ঘুমিয়ে পড়তে পারেন৷

শুভরাত্রি৷

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৩ সকাল ৮:৪২

শেরজা তপন বলেছেন: আপনার লেখা পড়ে বোঝা যায় আপনি এইসব নিয়ে খুব ভাবনা-চিন্তা করেন।
অফটপিকঃ আপনিতো বেশ পুরনো ব্লগার। ইদানিং নিয়মিত না হলেও অনিয়মিতভাবে প্রায় প্রতি মাসেই পোষ্ট দিচ্ছেন।
লেখার পাশাপাশি মন্তব্যে ব্লগারদের অনুপ্রানিত করলে কতই না ভাল হোত। ভাল থাকুন।

১৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

জীয়ন আমাঞ্জা বলেছেন: আসলে আমি আসি, লেখা পোস্ট করি, চলে যাই৷ মন্তব্যের বেলায় দেখেছি অনেকেই মতামতকে পজিটিভলি নিতে পারে না, ক্যাচাল হয়, একটা বাজে মন্তব্যের কারণে মন খারাপ হয়, পুরো দিনটা নষ্ট হয়৷ বাকি যা হয়, তা সবকিছুতেই সহমত ভাই৷ এরপরও আপনার মন্তব্যটা আমাকে অনুপ্রাণিত করেছে, আমি আবার মন্তব্যে নিয়মিত হব, কথা দিলাম৷ ❤️

২| ১৯ শে মে, ২০২৩ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: সুখ মূলত অর্জন করে নিতে হয়।

৩| ১৯ শে মে, ২০২৩ রাত ১০:১১

Muksedul rehman বলেছেন: ( মন খারাপ হয়) এই একটা বাক্যে নিজেকে খুঁজে পেলাম।
পোস্ট ভালো লেগেছে। শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.