নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

একজন প্রেমিকের গল্প

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

প্রথম দেখায় প্রেম?
সে সঙ্গতি ছিল না কখনও,
অর্থনীতি, গণতন্ত্র আর বুর্জোয়া পরিসরে
অভুক্ত এক নগরী জ্বলজ্বল করছিল
চোখের সামনে আবহকাল ধরে!
আমার নখ বড় বড় রেখেছিলাম,
আর কোন অস্ত্র তো ছিল না,
তাই দিয়ে খুবলে আনতাম কদর্য শালুক!
আমার হিংস্র নখ দেখে
মানুষও দূরে দূরে থাকত,
আমি এভাবেই বেশ ছিলাম।
এমন ডুবসাঁতারে জীবন কাটে যার,
প্রথম দেখায় প্রেম তার সাজে না।

তবু প্রেম এল!
একদিন শালুক তোলার সময়
তুমি এলে জল নিতে,
দীঘির জলে পড়ল প্রথম তোমার পাথুরে মুখ।
আমি শালুক শাপলা সব ছেড়েছুড়ে
যে হাত দুটো জলে ডুবিয়েছিলে,
ওই দুটোতেই মজে গেলাম।
তোমার পানে হাত বাড়ালাম ক্ষুণ্নিবৃত্তি ভুলে,
তুমি বললে নখ কেটে সভ্য প্রেমিক হয়ে যেতে।

কাদা কোদাল শালুক আর ধান,
আমার চেতনার সংগ্রাম-
সব ফেলে আমি হাতে নিলাম তুলি,
ভাতের বদলে রঙ গিলে গিলে
সর্বান্তকরণে আমি শিল্পী হয়ে গেলাম।
দেবত্বকামী পুরুতের ন্যায়
ঊনকোটি মন্দিরের মতন
তোমার প্রতিমা ছবি
এঁকে যাই শতকোটিবার,
তুমি আমার চেতনায় আসীন!

আমি তোমার মুখ দেখি, চোখ দেখি,
হৃদয় দেখি না!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: আমি আমার ভূবন শূন্য করেছি তোমার পুরাতে আঁশ - এই কথাটি কার ?

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

জীয়ন আমাঞ্জা বলেছেন: রবি ঠাকুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.