নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

বিস্মৃত বিশ্রম্ভ কথন

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫


কী জানি কথা ছিল তোমার সনে...
কথাটুকু মনে নেই আর,
ব্যথাটুকু আজো আছে;
ভীড়ের কোলাহল মাঝে
আমি আমার ভেতরে ঢুকি,
হাত বাড়িয়ে নাগাল ছুঁতে চাই-
সেই যে বুকের মাঝে ছলাৎ করা অনুভূতি-
সব যেন কোথায় হারিয়ে গেছে,
কেবল আজ ব্যথাটুকু আছে!

দিন দিন সব ক্ষয়ে যায়।
চোখের দৃষ্টি, স্মৃতির নোনাজল
আর বৃষ্টিতে ভেজার মানে
পাল্টায়, দর্শনের পাতা
পাল্টায়, পাল্টায় মুখের রেখা!

বয়সের ছাপ আয়েশ করে
তামাটে প্রলেপ মেখে দিল অনুভবের গায়ে,
তবু একটি ক্ষত আমি বাঁচিয়ে রেখেছি যতনে আঁচড়ে
তুমি আমার সুখের বেদনা
তোমারে দেইনি শুকোতে,
দিনে দিনে কত অভিমান গেল বেড়ে;
তোমার চেহারা গিয়েছি ভুলে
অভিযোগও গিয়েছে ফুরিয়ে সব,
ব্যথাটুকু তবু আছে!

কী যেন কথা ছিল তোমার সাথে
তোমার অবয়ব আজ আর তোমাতে নেই শুধু;
যে বৃষ্টির জল উঠোন ভাসিয়ে দেয়,
যে গোধূলির রঙ সন্ধ্যা নামিয়ে দেয়,
কিংবা যে করুণ গান পাঁজর নড়িয়ে দেয়,
কিংবা স্বজনহারার ক্রন্দন-
সবকিছুতেই আমি তোমাকে টের পাই, সবকিছুই আজ তুমি!
একটি মুখ যখন সারা পৃথিবী হয়ে ওঠে,
একটি মুখ যখন তাবৎ সৌন্দর্যের উপমা হয়ে ওঠে,
সে মুখ তখন আর বয়সে ভাঙে না কভু;
সে চির অমর এই প্রাণে।

তুমি নাই তবু আছ, অভিমান করার যে অভিযোগগুলো ছিল
সব ভুলে গিয়ে, তারচেয়েও বড়ো প্রয়োজনের
কী যেন কথা ছিল তোমার সাথে-
আমার তা মনে নেই,
এই এত বছরে মুখটাও আর অবিকল নেই,
সেই যে একটু দেখায় অপার শিহরণ, সেও ভুলেছি আমি
ব্যথাটুকু শুধু আছে!

কী জানি কথা ছিল তোমার সনে
বলা হল না যা কিছু, নাইবা জানলে তুমি
ব্যাথাটুকু জেনো, রেখেছি যতনে..

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

জীয়ন আমাঞ্জা বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:




একটি মুখ যখন সারা পৃথিবী হয়ে ওঠে,
একটি মুখ যখন তাবৎ সৌন্দর্যের উপমা হয়ে ওঠে,
সে মুখ তখন আর বয়সে ভাঙে না কভু;
সে চির অমর এই প্রাণে।
- কবিতায় আমার মনের কথা বলে গেছেন কবি! চমৎকার কবিতা! এই কবিতা আপনি কবি কম চিত্রশিল্পী বেশি! দারুণ এঁকেছেন!

১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৫

জীয়ন আমাঞ্জা বলেছেন: মন্তব্য পড়ে কৃতজ্ঞ বোধ করছি। I admire this compliment from heart!

৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২২

জাহিদ অনিক বলেছেন:


কী জানি কথা ছিল তোমার সনে
বলা হল না যা কিছু, নাইবা জানলে তুমি
ব্যাথাটুকু জেনো, রেখেছি যতনে..
- পছন্দ হয়েছে খুব

১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

জীয়ন আমাঞ্জা বলেছেন: উৎসাহ বোধ করছি।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০০

কানিজ রিনা বলেছেন: বেশ ভালই লাগল, অভিনন্দন।

১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

জীয়ন আমাঞ্জা বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬

মোঃ মুসা ইসলাম বলেছেন: ভালো লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.