নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !
I will not change myself for yo or for anyone, I am, what I am!!
এটা এখন বেশ প্রচলিত একটি শ্লোগান।
আমি যা, আমি তাই, থাকলে থাক নইলে যা!
যদি সবাই চলে যায়?
কবি বলেছেন, তবে একলা চলো রে!
বেশ। আমি বলি কী, পৃথিবীতে পারফেক্ট কে?
কেউ না। আমার অপনার অসংখ্য খুঁৎ আছে, থাকবেই। এই খুঁৎ নিয়েই যে আমাদের মেনে নেবে, সে-ই প্রকৃত সঙ্গী, তাই তো?
জ্বী, ঠিক আছে। অবশ্যই সে আমাদের প্রকৃত সঙ্গী।
কিন্তু, যেহেতু আমরা কেউ পারফেক্ট নই, যেহেতু আমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে খুঁৎ আছে, সেই খুঁৎগুলো দূরীভূত করার প্রচেষ্টা কি আমরা করতে পারি না?? নাকি এটা মানেই হয়ে দাঁড়াবে স্বকীয়তা বর্জন??
মোটেই না!
আপনি নিয়মিত দাঁত মাজেন না, এখন বলবেন যে, আপনি যা, আপনি তা-ই, থাকলে থাক, নইলে যা??
এটা কোন বাহাদুরির কথা? এটা কোন ব্যক্তিত্বের কথা?
আমি জানি, আমি খুব খোঁড়া একটা যুক্তি দেখিয়েছি, কিন্তু এরকম আমাদের অসংখ্য গোয়ার্তুমি আছে, এবং এই গোয়ার্তুমির কারণেই আমরা নিজেকে শোধরাতে চাই না বলেই বলে বসি- আমি এমনই, থাকলে থাক, নইলে যা!
কী হয়, নিজের খুঁৎগুলো সংশোধন করলে? ব্যক্তিত্ব কমবে না, বরং বাড়বে! আপনি যা আপনি তা-ই, এটা নিয়ে কখনও সমস্যা হয় না খুব একটা। সমস্যা হয়, আপনার অসমীচীন আচরণগুলোই নিয়ে।
আপনি মাঝরাতে বাড়ি ফিরবেন, পরিবারের প্রতি উদাসীন থাকবেন, বলবেন আমি যা, আমি তা-ই!!
আপনি কথায় কথায় নিজের প্রশংসা করতে চেষ্টা করবেন আর অন্যদের খাটো করে দেখবেন, বলবেন, আমি যা, আমি তা-ই??
আপনি সামাজিক রীতিনীতির ধার ধারবেন না, বাসায় কেউ এলেও বা বড়োদের প্রতি কোন সৌজন্য দেখানো আপনার ধাতে নেই, বলবেন, আমি এমনই, ভালো লাগলে থাক, নইলে যা??
আরো উদাহরণ দিতে হবে?
আপোস জিনিসটা প্রতিটি সম্পর্কে, প্রতিটি সংসারে খুবই জরুরি! আপনার প্রতিটি আচরণ যদি অন্যের ভালো লাগা মন্দ লাগার প্রতি বিবেচনাপ্রসূত হয়, তাতে সম্পর্ক সুন্দরই হবে, তিক্ত হবে না।
এই আপোস মানে কখনই স্বকীয়তাকে বিসর্জন দেওয়া নয়, এই আপোস মানেই নিজের ব্যক্তিত্বকে সজ্জিত করা। এই আপোস মানে কখনই এটা নয় যে, আপনি সব অন্যায়কে মেনে নিচ্ছেন। আপনি ধর্ম মানেন না, মানবেন না, তাই বলে শ্বশুর শাশুড়ি নামাজ বা পূজো করতে গেলে যদি নাক সিঁটকান, তবে সেটা আপনার কোন ব্যক্তিত্বই হলো না!
আপনি জীবনে কাপড় ধুয়ে দেখেননি, রান্নাঘরে যাননি, মশারি টাঙাননি, আজ যদি স্বামীকে বা স্ত্রীকে ভালোবেসে সেটা করেন, তবে আপনার স্বাধীনতা, স্বকীয়তা, ব্যক্তিত্ব কোনটাই খর্ব হবে না, বরং জীবন আরও সুন্দর হয়ে উঠবে। আপোস জীবনকে সুন্দর করে। আর এক্ষেত্রে ওই কথাটাই প্রযোজ্য - আমাদের প্রতিটি পদক্ষেপই হোক জীবনকে সুন্দর করার উদ্দেশ্যে!
আমি যা আমি তা'র মাঝেই সীমমাবদ্ধ থাকব কেন? আমি প্রতিনিয়ত আরও সুন্দর হব, আরও সুন্দর কিছুকে নিজের মধ্যে ধারন করব, এই তো জীবনের সাফল্য, তাই না??
বলুন, আমি যা, আমি তারচেয়েও সুন্দর হতে চাই। অহমিকা নয়, নিজেকে সুন্দর করতে, নিজেকে শোধরাতে এই বিনয়টা লাগে!
শুভরাত্রি!
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
জীয়ন আমাঞ্জা বলেছেন: সেটাই।
২| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫
লিওনাডাইস বলেছেন: ভালো লিখেছেন।
৩| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫
এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
জীয়ন আমাঞ্জা বলেছেন: ধন্যবাদ!
৪| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একরোখামি ভালো না। কিছু পাবলিক আছে স্ত্রীকে একদম দাসী মনে করে। এসব ঠিক না...
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
জীয়ন আমাঞ্জা বলেছেন: এজন্যই বলি, আমাদের প্রতিটি পদক্ষেপ হওয়া উচিত শান্তির লক্ষ্যে।
৫| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:৪২
মনিরা সুলতানা বলেছেন: বলুন, আমি যা, আমি তারচেয়েও সুন্দর হতে চাই। অহমিকা নয়, নিজেকে সুন্দর করতে, নিজেকে শোধরাতে এই বিনয়টা লাগে
খুব ভালো লিখেছেন ।
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৬
জীয়ন আমাঞ্জা বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আত্মশুদ্ধি অত্যন্ত কঠিন সাধনা।