নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

হৃদয় বৃত্তান্ত

০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮


হৃদয়ে শুনি হিরোশিমা, নাগাসাকি, লিটল বয়, ফ্যাটম্যান;
শুনি সত্তুর বছরের অনুর্বরতার হাহাকার!
শুনি পথে প্রান্তরে হৃদয়ের দোহাই-
আমারে একেলা থুইয়া কেমনে বিদূরে আছ, পাষাণে হৃদয় বাঁধিয়া?
শুনি হৃদয়ে হৃদয় মেশাবার গল্প, আমি কেবল শুনে যাই!

কোন প্রাচীন মুখচোরা কবি এই ক্ষতি করে গেছে কে জানে
রেখে গেছে হৃদয় নামক অদৃশ্য এই বালাই!

মিছিলের শ্লোগানে, বেতারের গানে আর বইয়ের পাতায় পাতায় আমি হৃদয় দেখি রোজ,
প্রেয়সীর মুখেও শুনেছি বেশ কয়েকবার হৃদয়ের নাম!
একদিন হৃদয় খুঁজতে তার বুকে কান পেতেও দেখেছি,
বুঝতে পাইনি কিছুই, কেবল বুকের ঢিপঢিপ শব্দে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম!
দেহতত্ত্ব, পুরাণ, সাহিত্য, ইতিহাস- আমি সবখানেই ঘেঁটেছি
কেতাবে কলমে হৃদয়ের দৌরাত্ম্য খুব
বাস্তবে হৃদয় পাইনি, হৃদযন্ত্র পেয়েছি; সেখানে রক্তের ছলছলানি শুধু!

এ এক অদ্ভুত রাজত্ব হৃদয়ের, সবল-দুর্বল, মার্জিত- রুচিহীন সবার দাবীতেই হৃদয় আছে
বিধাতার মত সর্ব সর্বব্যাপী অথচ নিরাকার!
টাকায় বিকিয়ে যাওয়া নারীটিও সেদিন বলল, আমারও হৃদয় আছে!
যুদ্ধযাত্রার পূর্বে নেপোলিয়নও বুক চিতিয়ে বলেছিল, আমারও হৃদয় আছে!
ছেড়ে যাবার কথায় প্রেয়সীও বলেছে, তোমার নাহয় নেই, আমার তো হৃদয় আছে!

আবহকাল ধরে এই বিমূর্ত অলীক অবাস্তব হৃদয় ফক্কিকারে রাজত্ব করে চলেছে!
আমি এর বিহিত পাই না কোন, এক পরম বিস্ময় কেবল সাপের মত পেঁচানো প্রশ্নবোধক চিহ্ন হয়ে ফনা তুলে চেয়ে রয় স্মৃতির মলাটে,
হায় হৃদয়, তুমি পৃথিবীর দীর্ঘতম প্রবঞ্চনা!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই অপূর্ব । অনেক ভাল লাগা রইল।

০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

জীয়ন আমাঞ্জা বলেছেন: ইদানিং লিখে সন্তুষ্ট হতে পারি না। ভাল হয়নি নামক খুঁৎটা জেঁকে বসেছে মনের মধ্যে!

২| ০৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল লাগলো কবিতা।

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৮

জীয়ন আমাঞ্জা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.