নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !
¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯
রাজ্য হারাবার বেদনা কী, তা কি আপনি জানেন ?
আপনি তো কোন কালে রাজা ছিলেন না । তবে ?
রাজা রেওবম-এর (বাইবেল হতে) রাজ্য হারিয়ে কেমন
লেগেছিল তবুও আপনি তা অনায়াসে অনুভব
করতে পারবেন।
আমি সত্যি বলছি, আপনিও একজন রাজা । যখন
প্রেয়সীর মনের নাগাল পান আপনি, যখন প্রেমের
সম্মতি অর্জন করেন আপনি তখন আপনার একটি রাজ্য
জয়েরই আনন্দ হয় ।
আর যখন সে প্রেম হারিয়ে যায়, তখন ওই রেওবম আর নেপোলিয়ন রাজ্য হারাবার যে দাহে পুড়ে মরেছেন
একই দাহ আপনিও নিশ্চিতভাবে আঁচ করেছেন ।
রাজ্য হারাবার পর রাজার সম্বল হয় কিছু ছাই,
লুকিয়ে রাখা কুণ্ঠিত তরবারি; আর আমাদের সম্বল হয়
কিছু সংরক্ষিত ছবি আর অচল কিছু ফোন নম্বর । দিনের
মধ্যে কয়েকবার তিক্ততা আর অভিসম্পাতে ভরা
দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব নয় —
কথাটি আমরা বেশ সাধ করে শুনি । কষ্ট লাগলেও শুনি ।
এ এমনই ক্ষত যা আমরা সারাতে চাই না, যতন
করে পুষে রাখতে চাই ।
রবীন্দ্রনাথের ভাষায় হাহাকার হয়ে বুকের
মধ্যে বাজে—
"তবু সে তো মোর স্বপ্ন নয়
সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়
সে আমার প্রেম,
তারে আমি রাখিয়া এলেম !"
"But it's not a mere dream
It's the truest fact and eternal
He is my love
I've lost him !"
(নিজস্ব অনুবাদ)
যাইহোক, প্রেমগুলো ভেঙে যায়, মানুষগুলো ভেগে যায়
।
মুকুট অর্জন অপেক্ষা তা রক্ষা করা কঠিন ।
একটি পেরেকের জন্য সম্রাজ্য
হাতছাড়া হয়ে যেতে পারে জানেন তো ?
"For want of a nail the shoe was lost,
For want of a shoe the horse was lost;
And for want of a horse the rider was lost;
Being overtaken and slain by the enemy,
All for want of care about a horse-shoe nail."
-Benjamin Franklin,
The Way to Wealth (1758)
এভাবেই For want of a nail the kingdom was lost !
ঘটনা মূলতঃ আরো আগের ।
“Ein nagel behalt ein îſen, ein îſen ein ros, ein ros ein man,
ein man ein burc, der ſtrîten kan”
অর্থাৎ a nail keeps a shoe, a shoe (keeps) a horse, a
horse (keeps) a knight (or man), a knight, who can fight,
(keeps) a castle !
(Freidank Bescheidenheit, আনুমানিক ১২৪০ খ্রিস্টাব্দ)
রাজা তৃতীয় রিচার্ডের সঙ্গেও এই পরিণতি অবিকল
ঘটেছিল বলে গল্প প্রচলিত আছে ।
ব্যাপারগুলো খুব সতর্কতার ।
রাজ্য রক্ষা মোটেও সহজ কিছু নয় । ডেমক্লিস' সোওর্ড
(Democles' Sword) সম্পর্কে জানেন কি ?
ডেমক্লিস ছিল বেজায় চাটুকার । সারাক্ষণ রাজা ডিওনিসাসের সামনে হাত কচলাতো আর
প্রশংসা করে বলত, আহ্ মহারাজ, আপনি কী সৌভাগ্যবান ! রাজা হয়ে কী অঢেল ঐশ্বর্য
আর আরাম আয়েশ ভোগ করার সুযোগ পাচ্ছেন আপনি!
আহা এই সমান সুখ যদি একদিনের তরেও আমি পেতাম
তবে এ মানব জনম আমার ধন্য হতো !
বিজ্ঞ রাজা শুনতেন আর মুচকি হাসতেন ।
শেষে একদিন বিরক্ত হয়ে ডেমক্লিসকে একটা উচিৎ
শিক্ষা দেবার ব্যবস্থা করলেন । বললেন যে, ঠিক
আছে । একদিন তুমি আমার মতো আমারই স্থলাভিষিক্ত
হয়ে এই রাজার সম্ভোগ আস্বাদনের সুযোগ নাও ।
ডেমক্লিস তো আনন্দে আটখানা ।
যথাবক্তব্য ডেমক্লিস একদিনের জন্য রাজা হল এবং রাজসভা শেষে তাকে বসতে দেয়া হল খাবার
টেবিলে রাজার আসনটায় । ডেমক্লিস দেখল সেই আসন
বরাবর ওপরে ঘোড়ার চিকন চুলে বাঁধা অবস্থায়
ঝুলে আছে একটি শানিত তরবারি (সোওর্ড)!সে তরবারি যেকোন মুহূর্তে মাথায় পড়ে মৃত্য হতে পারে।
জানের ভয়ে কাঁপবে না খাবার খাবে সে তখন ?
ডিওনিসাস তখন তাকে বুঝিয়ে বললেন যে, রাজত্ব
ভোগ এত সহজ নয় । সারাক্ষণই সর্বত্র একজন
রাজাকে এরকম মৃত্যুভয়ে তটস্থ সতর্ক থাকতে হয় ।
যোগ্য রাজা এমনই হয়ে থাকেন । আর রাজ্য রক্ষাও
এমনই কঠিন ।
আপনারা একেকজন নারী নামক রাজ্য
ইনিয়ে বিনিয়ে পটিয়ে বেশ অনায়াসে অর্জন করেন
বটে কিন্তু সে রাজ্য ধরে রাখতে পারেন কই ??
আমি এখনও বলছি যে, হ্যাঁ, আপনারা প্রত্যেকেই
রাজা । শুধু ডিওনিসাসের মতো সতর্ক নন আর কি ।
পেরেক সাবধান ! একটি পেরেকই কিন্তু রাজ্য বেহাত
হবার জন্য যথেষ্ট ।
এখন, এই পেরেকটা যে কী তা আপনারা প্রেমিক
প্রেমিকারাই ঠিক করে নিন । আমি বুড়ো ভাম আর
কতো শিখিয়ে দোব ??
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১
আমি সৈকত বলছি বলেছেন: লিখায় +++++++
বেশ কিছু উদাহরন দিয়ে লিখাটি সাজিয়েছেন খুব ভালো লাগলো।
যেকোন কিছুই অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
অসাধারন উপস্থাপনা।
ভালো থাকবেন
নিরন্তর শুভ কামনা।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ লিখা।++++
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৮
জীয়ন আমাঞ্জা বলেছেন: তাড়াহুড়ো করে পোস্ট করেছি। আরো সাজিয়ে লেখার ইচ্ছে ছিল। আমি এখনও টাচ্ মোবাইলে অভ্যস্ত নই।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২
জীয়ন আমাঞ্জা বলেছেন: কোনমতে পোস্ট করলাম। পরে সম্পাদন করব