নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !
তারপর তুমি আমি পর হয়ে গেলাম পরস্পরের ।
এর পরের দিনগুলি ছিল
চোখেমুখে পরম সামাজিকতার মুখোশ এটে
'পর' কিছু মানুষের সঙ্গে নিত্য ওঠাবসা ।
পরপর সাতাশটি বছর
একে অপরের কাছ হতে পালিয়ে,
রাস্তায় দূর হতে দেখতে পেয়ে
ঘোমটায় মুখ লুকিয়ে
কিংবা পথ বদল করে অপর কোন পথে
ঘুরে গিয়ে
অথবা নেহাত দায়ে পড়লে
না দেখার ভান করে হেঁটে গিয়ে
রয়েছি 'পর' হয়ে, দূরে সরে ।
গত সাতাশটি বছর চলেছে এই অভিনয়,
'পর' হয়ে থাকার, 'পর' সেজে থাকার ।
অথচ দেখ, ঘুমুতে যাবার আগে
কিংবা ঘুম হতে জেগে
বিছানার অপর পাশে অন্য এক মানুষকে দেখে
সাতাশটি বছরের প্রত্যেকটি দিনই
একাধিক বার ধরাস করে উঠেছে বুক
তোমারও, অমারও ।
তোমার ভুল করে রেখে যাওয়া মোজা
আমি এখনও লুকিয়ে রেখেছি যতন করে
কেউ দেখেনি তা ।
তোমার প্রিয় খাবার আমি তারপর আর রাঁধিনি,
খাইওনি কখনও ।
কখনও 'পরে'র মুখে তোমার কোন খবর পেলে
দ্রুত সেখান হতে সরে পড়েছি
যেন এ ব্যাপারে আমার ভীষণ অরুচি !
আর তারপর সারারাত
চোখ বুজে ঘুমের অভিনয় করে
বার বার ভেবেছি শুনতে পাওয়া তোমার খবর ।
পাশে ঘুমিয়ে থাকা 'পর' মানুষটি
কখনও জানতেও পারেনি সে কথা ।
এসব বলে আর কী লাভ এতদিন পরে,
তাই না ?
কিন্তু যে সত্য আমি জানি
তা তোমারও অজানা নয়,
যতবার তোমায় ভেবেছি,
তুমিও আমায় ভেবেছ ততবার
একই মুহূর্তে অন্য কোন শহরে বসে
কিংবা অন্য কোন দেশে
মনে মনে তুমি আমি জপেছি একই কথা ।
এক নিমিষে 'পর' হওয়া যায় সত্য,
কিন্তু অচেনা হতে একটি মৃত্যু লাগে ।
আমরা অচেনা হয়েছি বটে,
'পর' হতে পেরেছি কি ?
২| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২০
জীয়ন আমাঞ্জা বলেছেন: ধন্যবাদ!
৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: এক নিমিষে 'পর' হওয়া যায় সত্য,
কিন্তু অচেনা হতে একটি মৃত্যু লাগে ।
আমরা অচেনা হয়েছি বটে,
'পর' হতে পেরেছি কি ? +++++++++
গভীর উপলব্ধি ।
ভালো থাকবেন
৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩১
sraboni বলেছেন: সম্পর্ক মরে গেলে বুঝি এমনই হয়। কিন্তু ভালবাসা না মরে পোড়ায় জীবনের শেষ দিন পর্যন্ত।
ভাল লাগল।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮
দ্য ইলিউশনিস্ট বলেছেন: সম্পর্ক শেষ হওয়ার পরেও যে আবেগ রয়ে যায় তা বেশ সুন্দর করে ফুটিয়ে তুললেন। ভাল লাগল।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮
জীয়ন আমাঞ্জা বলেছেন: আমি বেশিরভাগ সময়ই মোবাইলে ব্রাউজ করি । একারণে আপনাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ তৈরি হয়নি ।
আপনাদের সবাইকে শুভেচ্ছা ।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ++++++++++++
৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৯
শুভ্র শৈশব বলেছেন: এত অনুভূতি! এত সুন্দর!
৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৯
কলমের কালি শেষ বলেছেন: তবে এই অনুভূতি ঝেড়ে ফেলা উচিত সত্যটি এসে যাওয়ার পর । কারন অতীতকে নিয়ে ভাবা মানে হচ্ছে মিথ্যাকে নিয়ে ভাবা । অতীতের মানুষটি তো এখন মিথ্যা । সত্য হচ্ছে এখন যাকে নিয়ে জীবন কাটছে । সুতরাং মিথ্যাকে নিয়ে ভাবলে সত্যকেই ঠকাও । যা আসলেই ঠিক নয় ।
কবিতায় ভাললাগা রইল ।
১০| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪০
জীয়ন আমাঞ্জা বলেছেন: ইমোটিকন্সগুলো দেখতেও ভালো লাগে ।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৩
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর !