![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...
শুরু করেছিলাম সাদামাটাভাবে। দেখতে দেখতে ৫০ পর্ব হয়ে গেল। আগে কাগজের ডায়েরি লিখতাম, এখন অনলাইন ডায়েরি লিখি। পার্থক্য এতটুকুই। সৌদি আরবে আসার আগেই ব্লগার মোজাম ভাইয়ের “কেমন আছি সৌদি আরবে” নিয়মিত পড়তাম। কখনো ভাবিনি আমি আরব ডায়েরি লিখব আর ঘটনাক্রমে মোজাম ভাইয়ের সাথে দেখাও হবে। এ ডায়েরি লিখতে গিয়ে অনেকের সাথেই ভার্চুয়াল পরিচয় হয়েছে। অনেকে আরবে আছেন অথবা ছিলেন যারা সাগ্রহে আমার ব্লগ ঘুরে গিয়েছেন। রাজামশাই, ম্যাকানিক ভাই ও পারাবত ভাই তাদের অন্যতম। ম্যাকানিক ভাইয়ের প্রতিটি কমেন্টই বেশ উপভোগ করতাম।
অনেকেই আছেন যারা আমার ব্লগে কিসের মায়ায় যেন ঘুরে যান- কাল্পনিক_ভালোবাসা, মেহবুবা ও শামীম আরা সনি তাদের অন্যতম। জানা অজানা সবার প্রতি কৃতজ্ঞতা।
আমি নিজের জন্য লিখি। মাঝে মাঝে ভাবি যখন বুড়ো হয়ে যাব, স্মৃতি যখন বিশ্বাসঘাতকতা করবে-তখন এই লেখাগুলো আমাকে যৌবনে ফিরিয়ে নিয়ে যাবে। আমি ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, আড্ডা দিতে ভলোবাসি। এমন একদিন আসবে যখন এ সবই হয়ে যাবে অতীত। তাই এখনই সময় এর রসটুকু আস্বাদন করার। অনেকেই আছেন যারা সময়কে উপভোগ করতে জানেননা, অথচ একদিন হার্ট এ্যাটাকে মারা যাবেন। কি লাভ এই জীবনের? আমি তাদের একজন হতে চাইনি। স্রষ্টাকে জানতে হলে চারপাশকে জানতে হবে। আমার এই অল্প সময়ে আমি সৌদি’র অনেক জায়গা ঘুরে ফেলেছি। রিয়াদ, দাম্মাম, জিজান, নাজরান, তায়েফ , আসির, মক্কা, মদীনা। আমার সহযাত্রী আমার স্ত্রী, বন্ধু মিলন, মনির, লিজা, নবাগত সাঈদ/শিমু ও শম্পা ভাবী’র কথা না বললেই নয়। কৃতজ্ঞতা তাদের প্রতিও।
আমার প্রথম বছরে যখন আরব ডায়েরি’র ২০ টি পর্ব লিখলাম, শেষ পর্বে এসে বেশ সাড়া পেয়েছিলাম। ফেব্রুয়ারিতে এসে দেখলাম সবাই বই মেলায় বই বের করছে। চিন্তা করলাম আমার লেখগুলোর একটা সংকলন করতে পারি। ছেলেমানুষি আরকি! কি ছাইপাশ লিখি তার আবার সংকলন ... তারপরও প্রিন্ট দিয়ে ৫টি বই তৈরি করলাম। প্রচ্ছদ, কভার, ডিজাইন সব নিজেই করলাম। এক বিকালে আদিল ভাই, মিলন, ইশরাত, দিবা সবাইকে ডাকলাম। ২০ রিয়ালের বিনিময়ে প্রত্যেক ফ্যামিলিকে ১টি করে কপি দিলাম। আমিই বোধয় প্রথম লেখক যার সব বই ৫ মিনিটে শেষ হয়ে গিয়েছিল। ৫টিই তো মাত্র বই। সবাই তাৎক্ষনিকভাবে ভালো বলেছিল... কিন্তু আমি জানতাম আমার এই বইটি কেউ পড়বেনা। ডাস্টবিনে না ফেললেও, টেবিলের চিপায় ফেলে রাখবে। তাই টাকা নিয়েছিলাম, অন্তত টাকার মায়ায় যেন পড়ে। জানিনা কি ঘটেছে, কিন্তু তারপরেও কোন ফিডব্যাক পাইনি।
প্রথম রেসপন্স পেলাম ব্লগার মোজাম ভাইয়ের কাছ থেকে। ওনাকে একটি কপি পাঠিয়েছিলাম। ওনি এক রাতে ফোন দিলেন, অনেক কথা হল। আরো কয়েকটি কপি ঢাকা নিয়ে গেলাম। ২য় রেসপন্সটি পেলাম স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছ থেকে। সত্যি ইন্সপায়ারিং।
এ বছর চিন্তা করছি- একই কাজ আবারো করব। যতদিন ছেলেমানুষ আছি- ছেলেমানুষিইতো করব।
সবাইকে আবারো কৃতজ্ঞতা।
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২
মধুমিতা বলেছেন: ধন্যবাদ আপনাকে। প্রতি পর্বেই আপনার উপস্থিতি পাই।
চেষ্টা করেছি নিজের কথাগুলো স্বাভাবিকভাবে বলার। এর বেশী কিছু নয়।
২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
আধিভৌতিক বলেছেন: আরো বেশি ছেলেমানুষি করবেন। আশা করি। ঢাকায় আসলে আপনার এক কপি নিব। আমার বউকে পড়তে দিব।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
মধুমিতা বলেছেন: আপনার জন্য ১ কপি বরাদ্দ রইল। ঠিকানাটি পরে চেয়ে নেব।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১
ম্যাকানিক বলেছেন: ম্যাকানিক ভাইয়ের প্রতিটি কমেন্টই বেশ উপভোগ করতাম।
ঘটনা কি !
আমারে কি মরহুম বানায় ফেললেন নাকি?
বাংলা নাই দেইখা কমেন্ট করতারিনা
মাউস চাইপা লেখা বেপক পেইন
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
মধুমিতা বলেছেন: আপনাকে অনেকদিন পাইনা। মজার মজার কমেন্ট মিস করি। প্রথমদিকে আপনার কমেন্ট থেকেই আরবের মজাদার খাবারগুলোর খোঁজ পেয়েছি।
ভালো থাকবেন।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
কালোপরী বলেছেন: অভিনন্দন
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
মধুমিতা বলেছেন: ধন্যবাদ ।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯
আরমিন বলেছেন: অভিনন্দন আপনাকে! আপনার লেখা আমি অনকে পড়ি।
আপনার ব্লগ পড়ে আমি খেবসা বানানো শিখেছি!
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
মধুমিতা বলেছেন: খেবসা'র স্বাদ কেমন ছিল বলেননি কিন্তু। আগামী পর্বগুলো পড়তে থাকুন।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
মুহিব বলেছেন: আমি একটি কপি পেতে পারি কি?
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪
মধুমিতা বলেছেন: পাবেন। ঠিকানাটি পরে চেয়ে নেব।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩
অদীত বলেছেন: ভাই আমি আপনার সিরিজটা মনোযোগ দিয়েই পড়ি। আরো ভালো লিখুন এই কামনা থাকল।
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫
মধুমিতা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৮
সপন সআথই বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি এই সামুতে যে কয়টি ভালো ভালো সিরিজ পড়েছি, তার মধ্যে সবচাইতে প্রিয় হল আপনার এই সিরিজটা। আপনার লেখনিটা এত দূর্দান্ত আর প্রাঞ্জল, পড়তে পড়ে কোন বিরক্তিই লাগে না।
আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি লেখাটা কন্টিনিউ করে গিয়েছেন।
অনেক ভাল থাকবেন।