![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...
১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব
৪র্থ পর্ব
৫ম পর্ব
৬ষ্ঠ পর্ব
৭ম পর্ব
৮ম পর্ব
The Elephant Rock
মাদায়েন সালেহ দেখে আমরা The Elephant Rock দেখার জন্য যাচ্ছি। মনের মাঝে তখনও সালেহ (আঃ) ও সামূদ জাতির পরিণতির কথা ঘুরপাক খাচ্ছিল। শিমু বলছিল সে নাকি হঠাৎ করেই ভয় পেয়েছিল। চারপাশের নীরবতা আর তার মাঝে সামূদীয় কবরগুলি তাকে ভয় পাইয়ে দেয়।
যুগে যুগে কেন বিভিন্ন জাতিকে ধ্বংস করা হয়েছে? এর উত্তর পাওয়া যায় পবিত্র কোরআনে। এই ধ্বংসপ্রাপ্ত জনপদসমূহ এখন আমাদের জন্য নিদর্শনসরুপ। আমরা যাতে শিক্ষা নিয়ে আল্লাহ’র পথে সুদৃঢ় থাকতে পারি।
আর তোমার প্রতিপালক এমন নন যে, জনপদসমূহকে অন্যায়ভাবে ধ্বংস করে দিবেন, অথচ ওর অধিবাসী সৎকাজে লিপ্ত রয়েছে। (সুরা হূদ-১১৭)
রাসূলদের ঐ সব বৃত্তান্ত আমি তোমাদের কাছে বর্ণনা করছি, এর দ্বারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি, এর মাধ্যমে তোমার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য এসেছে উপদেশ ও শিক্ষনীয় বানী। (সুরা হূদ-১২০)
অবশ্যই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য। (সুরা হিজর-৭৫)
Elephant Rock মাদায়েন সালেহ হতে প্রায় ৫ কিমি দক্ষিণে। আমার সন্দেহ হচ্ছিল ড্রাইভার ঠিকমত চিনে যেতে পারবে কিনা। পথে যেতে যেতে দু’পাশে সবুজ ফসলী ক্ষেত চোখে পড়ল। সাঈদ একটি ফার্মে যেতে চাইল। ফার্মে বাংলাদেশি ও পাকিস্তানিরা কাজ করছিল। আমরা ঘুরে ঘুরে দেখলাম। লেবু আর মাল্টা গাছে ফল বোঝাই। পাশেই বিস্তীর্ণ খেজুর বাগান।
এক জায়গায় দেখলাম কয়েকটি ছাগল। একেকটি আমাদের দেশের গরুর বাছুরের সমান। শরীরের বোটকা গন্ধে আশে পাশে যাওয়াই গেল না। ড্রাইভার জানাল এই একেকটি ছাগলের দাম নাকি ১ লাখ থেকে ১০ লাখ রিয়াল। আমরা অবাক হলাম, কারন কি? জানলাম এদের নাকি জন্ম বৃত্তান্ত লিপিবদ্ধ আছে, প্রত্যেকের আলাদা আলাদা কোষ্ঠী আছে। এদের বাবা, দাদা, বড় দাদা সবই নাকি জানা, তাই এত দাম। যার ব্লাড লাইন যত বেশী সমৃদ্ধ তার তত বেশী দাম। আরবে উটের ক্ষেত্রেও একই নিয়ম।
আমার ধারনা ভুল প্রমাণ করে ড্রাইভার আমাদেরকে Elephant Rock কাছে নিয়ে গেল। মূল রাস্তা থেকে অনেক ভেতরে যেতে হয়েছে। বিশাল হাতিটি দেখে আমরা বাকরুদ্ধ। প্রকৃতির বিচিত্র খেয়াল। হাজার বছরের পরিক্রমায় এখানকার নরম পাহাড় বালুঝড়ের আঘাতে ক্ষয় হয়ে হাতি’র আকৃতি পেয়েছে। পাশেই আরেকটি পাহাড়ে দুটি মুর্তি খোদাই করা। আমার ক্যামেরা নষ্ট থাকায় মোবাইল ফোন দিয়েই ছবি তুললাম। কিন্তু যে ছবিটি তুললাম তা সত্যিই অসাধারন।
The Elephant Rock
পেছন থেকে
পাহাড়ে খোদাই করা মুর্তি
সবার পেটই চো চো করছিল। মাদায়েন সালেহ পানি ছাড়া আর কিছু খাইনি। অনেক খুঁজে আল-উলা’য় একটা রেস্টুরেন্ট পেলাম। আল-উলা যেন এক ভুতুড়ে নগরী। মানুষজনের দেখা নেই। সবাই আল-ফাহাম নিলাম, অমৃতের মতো লাগলো। খাওয়া শেষে মদীনা রওনা হলাম।
মদীনা আসতে আসতে রাত হয়ে গেল। মসজিদে নববী’র কাছাকাছি আসতেই আলো ঝলমলে একটি বিল্ডিং চোখে পড়ল। ড্রাইভার তা দেখিয়ে বলল, ‘এটা মদীনা রেল স্টেশন, অটোমানদের তৈরি যারা মাদায়েন সালেহ’র রেল স্টেশনটি তৈরি করেছিল।’ রেল স্টেশনটি সাজিয়ে রাখা হয়েছে। ভাগ্যগুনে শেষ অংশটিও দেখা হয়ে গেল।
অটোমান রেল স্টেশন, মদীনা
একদিন পরে আমরা সবাই মক্কা যাই। ফজরের নামাজে আমি ও সাঈদ পাশপাশি দাঁড়িয়েছি। ইমাম সাহেব সুরেলা কন্ঠে ‘সুরা হিজর’ তেলাওয়াত করলেন। ‘সুরা হিজর’ এ সালেহ (আঃ) ও সামূদ জাতির কথা বর্ণনা করা হয়েছে।
হিজরবাসীগনও রাসুলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। (সুরা হিজর-৮০)
তারা পাহাড় কেটে গৃহ নির্মান করতো নিরাপদ বাসের জন্য। (সুরা হিজর-৮২)
অতঃপর প্রভাতকালে এক বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করলো। (সুরা হিজর-৮৩)
(শেষ)
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৭
মধুমিতা বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
পোসেইডন বলেছেন: ২ইয় ভাল লাগা।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৮
মধুমিতা বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫
ড. জেকিল বলেছেন: সুন্দর লিখেছেন .........ভালো লাগলো ++
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫
মধুমিতা বলেছেন: ধন্যবাদ । আশা করি সম্পূর্ণ সিরিজটি পড়ে ফেলেছেন।
৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
বোকামন বলেছেন: ৪র্থ ভালোলাগা .....কৃতজ্ঞতা
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫
মধুমিতা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮
ম্যাংগো পিপল বলেছেন: ++++++++
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
মধুমিতা বলেছেন: ধন্যবাদ
৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩
মোঃমোজাম হক বলেছেন: মনে হচ্ছে শেষ হয়ে গেল ।
একটা ঐতিহাসিক ( ধর্মিয় ) কাহিনী উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২
মধুমিতা বলেছেন: হুম, শেষ হয়ে গেল। সামনে আমার নাজরান ভ্রমণ নিয়ে লিখব। সেখানেও ধর্মিয় সংশ্লিষ্টতা আছে।
আপনাকে ধন্যবাদ।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুকরিয়া!
৪ থেকে ১০ একটানে পড়ে গেলাম। তাই অন্যগুলোতে আর কমেন্ট করিনি।
শেষ করে একবারে লিখছি।
দারুন। আপনার উছীলায় দেখা হল আল্লাহর ঘোষিত কিছু নিদর্শন।
কিন্তু এ থেকে শিক্ষা নিচ্ছি কি সবাই?????
নাকি অপেক্ষায় আছি কোন এক প্রলয়ের!!!!!!
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫
মধুমিতা বলেছেন: আশেপাশে দেখে মনে হয় না যে আমরা আল্লাহর নিদর্শন থেকে শিক্ষা নিয়েছি। আর তাই কেয়ামতের আগে আরো বড় বড় প্রলয়কান্ড ঘটবে।
সম্পূর্ণ সিরিজটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
৮| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না ভাই, এর বেশ কিছু পর্ব আমার চোখ এড়িয়ে গিয়েছে। আফসোস।
আজকেই ইনশাল্লাহ সব পড়ে ফেলব।
০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৪
মধুমিতা বলেছেন: এমন সাপোর্ট পাওয়ায় আমি অভিভূত। ধন্যবাদ।
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
আদম_ বলেছেন: কে জানে হয়তো বা ওটা হাতিই ছিলো............ভাগ্যদোষে পাথর হয়ে গিয়েছে।
পোস্ট প্রিয়তে।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মধুমিতা বলেছেন: কে জানে?
১০| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অসাধারন পোস্ট +++ সোজা প্রিয়তে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
মধুমিতা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভালো লাগা.....