![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...
১ম পর্ব
মদীনার পথে ..
জানুয়ারির ১৬ তারিখ বিকালে মদীনার পথে রওনা হলাম। ১ সপ্তাহের ট্যুর। সেমিস্টার ব্রেকে সবাই মক্কা, মদীনা যাচ্ছে। আমদের কাফেলা’র এজেন্সি হতে ২০ এর অধিক বাস ছেড়ে গেল। আমাদের বাসে আমরা সবাই পরিচিত, কিছু মিশরি ফ্যামিলিও ছিল। বেশ ভালোভাবেই ১৭ তারিখ বৃহঃবার সকালে মদীনা পৌছে যাই। এজেন্সি অনেক ভালো হোটেলের ব্যবস্থা করেছে। আমি, সাঈদ ও মিলন ফ্যামিলি পাশাপাশি রুমে পড়েছি।
মদীনা আসলেই মনটা ভালো হয়ে যায়। মসজিদে নববী ও তার আশেপাশ অনেক প্ল্যান করে সাজানো। মূল চত্ত্বর অনেক প্রসস্থ ও খোলামেলা। মক্কার চেয়ে ভালো লাগে। কাবা শরীফ এখন আরো প্রসস্থ হচ্ছে, কাজ এগিয়ে চলছে।
আমরা একসাথে বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে যেতাম, খেয়ে ফিরতে ফিরতে আরেকটি নামাজের সময় হয়ে যেত। কি যে প্রশান্তি! মক্কা ও মদীনা এলে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে, মাথায় সাংসারিক কোন চিন্তা থাকে না, কোন ধরনের দূর্ভাবনা কাজ করেনা। এ অন্যরকম এক জগত। আমরা বেশ কয়েকবার হজরত মোহাম্মদ (সাঃ) এর রওজা জিয়ারত করলাম, জান্নাতুল বাকী জিয়ারত করলাম।
“মাদায়েন সালেহ” যাবার জন্য আমরা বাংলাদেশি ড্রাইভার খুঁজছিলাম। কিন্তু বাংলাদেশি ড্রাইভারদের বড় গাড়ী নেই। সৌদি ড্রাইভার পাওয়া যায়, কিন্তু তাদের উপর আস্থা রাখতে পারছিলাম না। বৃহঃবার রাতে এবং শুক্রবার সকালে বাংলাদেশি ড্রাইভারের জন্য অনেক চেষ্টা চালালাম। লাভ হলোনা। সাঈদ চিন্তিত হয়ে পড়ল। সে অনেক চেষ্টা করল। শেষ পর্যন্ত যা থাকে কপালে, সৌদি ড্রাইভার খুঁজলাম।
এক সৌদি ড্রাইভার জানালো সে যাবে, ১০০০ রিয়াল লাগবে। কিন্তু সে জায়গা ঠিকমতো চিনেনা। তাকে বাদ দিলাম। সৌদিদের সাথে কথাবার্তা সাঈদ চালালো, তার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল। টুকটাক আরবী বুঝে এবং এখানে এসে শিখছেও দ্রুত। ভাঙ্গা ভাঙ্গা আরবীতে সাঈদ যেভাবে কাজ চালালো তা দেখার মতো। আরেক সৌদি পেলাম, সে নাকি “মাদায়েন সালেহ” ৫ বার ঘুরে এসেছে । কথাবার্তায় অনেক ভদ্র আর আন্তরিক মনে হলো। সে গাইড হিসাবেও কাজ করতে পারবে। তাকে আমরা সারাদিনের জন্য ১৩০০ রিয়ালে ঠিক করে ফেললাম। আমি তাকে আমাদের হোটেলের কার্ড ধরিয়ে দিলাম। তাকে শনিবার ভোর ৩টায় আমাদের হোটেলে আসতে হবে। মনে মনে ভাবলাম, ‘আসবে তো? না আসলে আমাদের ট্যুরটা এবারের মতো মাঠে মারা যাবে।’
ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ‘তোমার নামকি?’
- আবু ফয়সাল (ফয়সালের বাবা)
- আরে তুমি ফয়সালের বাবা, তাতে আমাদের কি? তোমার নাম বলো
- আলী শরীফ
ওকে আলী শরীফ তুমি মানে মানে করে রাত ৩টায় হোটেলে চলে এস। ওর সাথে ডিল শেষ করে আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম। যাওয়া যাবে তাহলে।
রাতে সাঈদ গুগুল ট্রান্সলেট ব্যবহার করে আলী শরীফকে SMS পাঠালো যাতে সে ঠিকমতো পৌছে যায়। আলী শরীফ তো অবাক। পরে আমাদের সাথে শেয়ার করেছে। সে ভেবে পায়নি, যে লোক ঠিকমতো আরবী বলতে পারেনা, সে এত শুদ্ধ SMS লেখে কিভাবে?
(চলবে... মূল পর্ব আগামীতে)
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
মধুমিতা বলেছেন: ধন্যবাদ আপনাকে । পড়তে থাকুন।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
চেয়ারম্যান০০৭ বলেছেন: valo laglo
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
মধুমিতা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
রায়হান হোসেন রানা বলেছেন: কি দুর্ভাগো সুযোগ পেয়েও যাই না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
মধুমিতা বলেছেন: সুযোগ করে চলে যান। ভালো লাগবে।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
কেএসরথি বলেছেন: মদীনাতে একবার গিয়েছিলাম। রমজান মাস ছিল। মাগরিবের নামাজ মসজিদ-এ-নববী তে পড়া শেষ করে, এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ দেখি আমাদের আশে পাশের কিছু সৌদ, উঠে গিয়ে তাড়াতাড়ি আমাদের সামনে একটা মাদুর বিছানো শুরু করল।
আমরা ভাবলাম, এসব আবার কি হচ্ছে!? পরে দেখি, উনারা আমাদের সামনে কিছু খেজুর, একটা করে দই, জুস ও একধরনের চা (প্রচন্ড কড়া/তিতা) রাখলেন। তখন মনে হলো, ও আচ্ছা আমাদের ইফতারি খাওয়াচ্ছেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
মধুমিতা বলেছেন: মক্কা মদীনা'র আতিথেয়তা ভুলবার নয়। রমজানে এটা বহুগুনে বেড়ে যায়।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
স্বপনবাজ বলেছেন: ভালো লাগলো ভ্রমণ বর্ণনা ! আপনি ভাগ্যবান ! পরের পর্বের অপেক্ষায় !
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
মধুমিতা বলেছেন: অপেক্ষায় থাকুন, আসছে।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
মোঃমোজাম হক বলেছেন: পটভূমি ভাল লাগলো।নিশ্চয়ই সিরিজটা পড়ে অনেক কিছু জানা যাবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
মধুমিতা বলেছেন: হ্যা লিখবো। আপনার লেখা তো পাচ্ছিনা। সমস্যা কি দূর হয়নি?
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! দারুন লাগছিল। কিন্তু আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে শুনেই খারাপ লাগছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০
মধুমিতা বলেছেন: অপেক্ষা করতে হবে না। চলতে থাকবে।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
ম্যাকানিক বলেছেন: লেখায় লেখা কম হইছে
ছবি মাইপা মাইপা দেয়া হইছে
এই সরে অ ন্যায় এর তীব্র পরতিবাদ জানাই
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
মধুমিতা বলেছেন: সামনের পর্বগুলো দেখতে থাকুন। একসাথে বেশী লিখতে পারিনা। কি করব বলেন?
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২
আহমাদ জাদীদ বলেছেন: ভালো লাগল ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
মধুমিতা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
১০| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
পুরো সিরিজটা সেই গতকাল থেকে পড়ে এখন শেষ পর্যায় ++++ চমৎকার লাগল পুরো সিরিজগুলো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮
মধুমিতা বলেছেন: শেষ করেছেন বলে কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
পরিবেশ বন্ধু বলেছেন: আপনার মদিনা সফর এবং কাহিনি ভাল লাগল
নবীজীর রওজা মবারক জিয়ারত কয়জন সুযোগ পায় , আপনি ভাগ্যবান ।