নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ ভালবাসেন নাঃ
১# ভালোকাজ করতে গিয়ে যারা সীমা লঙ্ঘন করে। (২:১৯০
#পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে যারা ফসল ও জীব জন্তুর বংশ নাশ করে।।(২:২০৫)
# যারা অকৃতজ্ঞ পাপী সুদখোর।(২:২৭৬)
#আল্লাহ ও তার রাসুলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেয়,সেই অবিশ্বাসীদেরকে।(৩:৩২)
#৩:১৪০
#আত্মম্ভিরী এবং দাম্ভিক (যারা পিতামাতা,আত্নীয়সজন, পিতৃহীন,অভাবগ্রস্থ, নিকট ও দূর প্রতিবেশী, সংগীসাথী,পথচারী এবং অধিকারভূক্ত দাস-দাসীদের প্রতি সদব্যবহার করেনা)।৷ (৪:৩৬)
#যারা কৃপণতা করে
আল্লাহর অনুগ্রহ গোপন করে এবং
লোক দেখানোর জন্য ধন সম্পদ ব্যয় করে।[৪:৩৭,৩৮)
#বিশ্বাসঘাতক পাপিষ্ঠ যারা(৪:১০৭)
# পারষ্পরিক বিদ্বেষবশত যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়ায়(৫:৬৪)
#যারা আল্লাহ নির্ধারিত হালাল জিনিসকে হারাম সাব্যস্ত করে সেই সব সীমালঙ্ঘনকারীদেরকে। (৫:৮৭)
# যারা অপচয় করে। (সাধারণ জিনিসের ক্ষেত্র) (৬:১৪১)
#অপচয়কারীদেরকে ( ধর্মীয় উদ্দেশ্য গত জিনিসের ক্ষেত্রে) (৭: ৩১)
# শান্তি স্থাপনের পর পৃথিবীতে যারা ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করে (৭:৫৫)
# বিশ্বাসভঙ্গকারীদের (যুদ্ধক্ষেত্রে যারা শান্তিচুক্তি লংঘন করে) । (৮:৫৮)
#যারা পরকালে বিশ্বাস হীন, সত্যবিমুখ অহংকারী। (১৬:২৩)
#আল্লাহর অনুগ্রহকে অস্বীকারকারী বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ যারা। (২২:৩৮)
#যারা আল্লাহর অনুগ্রহ তথা ধন সম্পদ দ্বারা পরকালীন কল্যান অনুসন্ধান না করে, পৃথিবীতে ফ্যাদাদ সৃষ্টি করার কাজে সেই সম্পদ ব্যয় করে (২৮:৭৭)
#অনিবার্য দিন আসার পূর্বে যারা সত্যধর্মে বিশ্বাস ও সৎকর্ম করেনা,সেই অবিশ্বাসীদেরকে।(৩০:৪৫)
# যারা উদ্ধৃত ও অহংকারী ( ক্ষমতার দাপট দেখিয়ে যারা মানুষের সামনে গলা ফুলিয়ে বেড়ায় ও মাটিতে দেমাক করে পা ফেলে বেড়ায়)। (৩১:১৮)
#প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে যারা সীমা অতিক্রম করে। (৪২:৪০]
#যারা আল্লাহর অনুগ্রহ পেয়ে অতি উল্লসিত এবং উদ্ধত অহংকারী হয়ে পড়ে আর অনুগ্রহ না পেলে অতিমাত্রায় বিমর্ষ হয়ে অকৃতজ্ঞ হয়ে পড়ে। (৫৭:২৩)
পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের উপরে উল্লিখিত সম্প্রদায়গুলো থেকে হেফাযত করুন
এবং তাঁর ভালবাসার পাত্র হবার সুযোগ ও সামর্থ্য দান করুন।
আমিন।
২| ১৬ ই মে, ২০২০ রাত ১২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন। হায়াত দিন ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: আল্লাহর দেখানো পথে কেউ চলে না। এমনকি দেশও না।