নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই সে আঁধারে নীলিমার মৃদুরেখা
দিবসের নেয়ে গুটিয়ে নিয়েছে পাল
মোহনা মিথুনে হবে দেখা হবে দেখা
চোখের সমূখে থেমে যাওয়া মহাকাল।
তোমার ও বুক বৈশাখী মেঘে ভিজে
বাতাসে ছড়াবে আদ্র গন্ধ মায়া
আমার দুহাতে হৃদপিণ্ডের ত্রাসে
চেতনাতে রোদ বিলাবে কোমল ছায়া।
অভিমানী মন শিশিরের মত ভোরে
অস্ফুট স্নেহে হাওয়াতেই হবে হাওয়া
অনাহত তনু হিম কামনার ঘোরে
সুখ নিয়ে বুকে পৃথিবীর মুখ চাওয়া।
শুধু তুমি আমি- এই পৃথিবীর কোণে
এইটুকু নীড় একটা জীবন পার
ঠোঁটে ঠোঁট রেখে খর রোদ্রের দিনে
মহামারী আসে আসুক বারংবার।
২| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:২০
সুমন শাহরিয়ার বলেছেন: thanks.
৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪৮
বিজন রয় বলেছেন: চোখের সমূখে থেমে যাওয়া মহাকাল।.............. মহাকাল কখন থেমে যায় কবি?
৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫১
সুমন শাহরিয়ার বলেছেন: কবি যখন মহাকালের কান ধরে থামিয়ে দেন।
৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা+
২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৩
সুমন শাহরিয়ার বলেছেন: সুন্দর বলার জন্য অসংখ্য ধন্যবাদ।মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
৬| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:৩০
সেমাই এখনো টানেনি ক্রেতাদের বলেছেন: ওলে ভাইয়ুউউউউউউ!!!!!!!!!
ইহা কি লিখিয়াছো!!!!!!!!!!!
পড়িয়া তোমাকে করল্লার মিল্কশেক বানাইয়া খাওয়াইতে ইচ্ছা করিতেছে!!!!!!!!!
২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৪
সুমন শাহরিয়ার বলেছেন: করল্লা! বেশ!বেশ!মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:০৮
আলপনা তালুকদার বলেছেন: ভাল লেগেছে।
আঁধারে, সমূখে, হৃৎপিণ্ডের, ঠোঁটে, ঠোঁট - এই বানানগুলো ঠিক করলে ভাল হয়।