নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

রাজা তুমি স্বৈরাচার

৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

#
“খোকা ঘুমালো পাড়া জুরালো
বর্গী এলো দেশে”।
যখন সব খোকা ঘুমিয়ে পড়ে
ঘন নিকষ আঁধারে এই বাংলাদেশে
যখন সব খোকা পালিয়ে যায় মাকে ফেলে
তখন দস্যুর দল চুপি চুপি হানা দেয় নির্জন দ্বীপের বুকে।

ফিরে এসো খোকার দল-ফিরে এসো জ্ঞানে
ফিরে এসো তোমার নিজস্ব পরিচয়ে।

“ধান ফুরুল, পান ফরুল
খাজনার উপায় কী”?
ও খোকা, আর কত ঘুমাবে?
ভাড়ারে আর কত অর্থ আছে জান কী?
কত ব্যাংকার চাকরী খোয়ালো
কত বিনোয়গকারী সর্বস্ব হারালো
কেউ নিয়েছে তার কোন খোঁজ
ওই তো রিক্সাওয়ালা,বেকার সূতো দিদি আধাপেটা রোজ।

ফিরে এসো খোকার দল-ফিরে এসো জ্ঞানে
ফিরে এসো তোমার নিজস্ব পরিচয়ে।

কোটাল এলো অস্ত্র উঁচিয়ে
রাজপথ ভাসে শ্রমিকের রক্তে
কেউ বলেনা আর রাজা তুমি স্বৈরাচার
রাজা তুমি স্বৈরাচার।

৩১/১০/২০২৪

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

পুরানমানব বলেছেন: কবিতার আগা মাথা কিছু পাইলাম না।
তবে সবাই বলিয়াছিল হাসিনা আর মুজিব স্বৈরাচার।
কিছু আফসোস লীগ নানা উপায়ে ফাতরামি করিয়া যাইতেছে।

২| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৩

নজসু বলেছেন:




৫ আগষ্টে খোকার দল জেগেছিলো তো!

৩| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৩

মোনাপাজী বলেছেন: আমাদের দেশের রাজা আর রাজকন্যা দুটোই স্বৈরাচার ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.