নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#
কি যে দিল সাকি
অমৃত নয় ,এ তো বিষ।
ইবলিশকে বলেছো ভালোবাসি
প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলে তার রেশ।
#
রাজপথগুলি আগের মত নির্লিপ্ত
কে গেলো আর কে নতুন এলো এ নিয়ে
ভাববার সময় বুঝি তার নেই।
দানবীয় যন্ত্রগুলি ছুটে যাচ্ছে
তার বুক কাঁপিয়ে,
অটো, সিনজি,রিক্সা বরাবরের মত
রোদের তীব্রতা জানান দেয় তার ক্ষমতা
এ সব কিছুই তার অবস্থানকে পরিবর্তন করতে পারেনা।
শুধু মধ্যবিত্ত বাঙালী তার রুপ বদলায় সময়ের সীমা রেখায়।
#
তোমাদের ভেতর যারা জন্মেছো একাত্তরের বহু পরে
যারা একদা দিয়েছো শ্লোগান - তুমি কে আমি কে
রাজাকার রাজাকার,
তোমরা কি পাবে কষ্ট এতটুকু
-যারা হত্যা করেছিল আমাদের পূর্বপুরুষ নৃশংস ভাবে
যাদের মতবাদে লেগে আছে যোনী ফাটা রক্ত লক্ষ লক্ষ
মা আর বোনের,
তাদের দেখানো পথে চলতে,
তোমরা কি হবে ধন্য ওই শুকরের সাথে সহবাসে?
তোমাদের ভেতর যারা জন্মেছো একাত্তরের বহু পরে
যারা বুকে ধারণ কর একাত্তর আর ঘৃনা কর
ওই সব রাজাকার,আল-শামস আর আল-বদর
তাদের রক্ত কি ফুটছে টগবগিয়ে
স্বাধীন বাংলার মসনদে একাত্তরের
ঘৃনিত জানোয়ারদের দেখে।
মাথায় পতাকা বেঁধে হায়েনার দল আজ বাংলার সর্বত্র।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
কামাল১৮ বলেছেন: তুমি কে আমি কে শ্লোগানে লেখাছিলো তাদের পরিচয়।আমরা বুঝতে পারি নাই।যারা পেরেছিলো তাদের আমরা ভুল বুঝেছি।রগ কাটা শুরু হয়ে গেছে।দাঁড়িয়ে দাড়িয়ে দেখছে দল।তারা বুঝতে পারছেনা এর পরেই তার পালা।সমস্ত অত্যাচারিরা নিপাত যাক।