নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#
আমার মন খারাপ হয়নি- দুর্গা মন্দিরে অন্য ধর্মের গান শুনে
আমার মন খারাপ হয়নি- দুর্গা মন্দিরে অন্য ধর্ম গ্রন্থ পাঠ দেখে
আমি চিন্তিত হয়েছি মাত্র- সেনাবাহিনীর মন্দির পাহারাতে
আমি উৎসাহ পেয়েছি- বৌদ্ধদের চীবর দান স্থগিত করাতে।
আমি কষ্ট পেয়েছি - তাঁতি বাজারের ঘটনায়
আমি কষ্ট পেয়েছি- মূর্তি ভাঙ্গায়
আমি লজ্জিত হয়েছি- নাটোরে বিজয়ার মিছিলে নারীদের নৃত্যে
আমি ভয় পেয়েছি- মন্দিরে পুরোহিতের ঝুলন্ত লাশ দেখে।
আমি স্তম্ভিত হয়েছি- পুলিশ হত্যার বিচার হবেনা এই দেশে
আমি হতবাক - বিচার চাওয়ার রাস্তা যারা বন্ধ করে তাদের দেখে।
আমি শংকিত- রাস্তায় পড়ে থাকা বাঙালীর লাশ দেখে
আমি শংকিত- খাদ্য শৃঙ্খল ভেঙ্গে যাওয়াতে।
আমি কোন নেতা নই
আমি কোন বীর পুরুষও নই
আমি অতি সাধারণ একজন নাগরিক এই বাংলাদেশের
তবুও যখন পুলিশের, সাধারণ মানুষের বিভৎস মরদেহ গুলি
সামনে আসে বারে বারে
আচমকাই রক্ত নৃত্য করে- কালবৈশাখী হয়ে।
১৪/১০/২০২৪
২| ১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
কামাল১৮ বলেছেন: পুরুষরা নৃত্য করতে পারলে নারীও নৃত্য করবে।এতে লজ্জিত হবার কি হলো।সমান অধিকার চাইবেন আর সব কাজে অংশগ্রহন চাইবেন এটা স্ববিরোধীতা।
৩| ১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২
কামাল১৮ বলেছেন: বিচারহীনতা জাতিকে ধ্বংশ করবে।প্রতিটা অন্যায়ের বিচার হতে হবে।নয়তো আইন হাতে তুলে নিবে।তখন জাতি অন্ধকারে তলিয়ে যাবে।
৪| ১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
কামাল১৮ বলেছেন: সাধারণরাই মিলিত হয়ে অসাধারণ হয়।
৫| ১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
কামাল১৮ বলেছেন: চাইবেন না হবে,২নং মন্তব্যে।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯
সোনাগাজী বলেছেন:
মনে হচ্ছে, আপনি নিজেই ১টা বড় ধরণের সমস্যা