নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#
চাইলেই সবকিছু মুছে ফেলা যায়না
চাইলেই সবকিছু বদলে ফেলা যায়না
তুমি সূর্যের আলো থেকে নিজেকে লুকিয়ে রাখতে পার
কিন্তু তুমি সূর্যকে অস্বীকার করতে পারবেনা
তুমি দ্বিতীয় স্বাধীনতা বলে উদ্ভট কিছু হাজির করতে পার
কিন্তু তুমি একাত্তরকে অস্বীকার করতে পারবেনা
উল্টো তুমি একাত্তরের ইতিহাস থেকে নিজেকে
লুকিয়ে রাখার চেষ্টা করতে পার অসৎ অতীত ভুলার জন্যে।
তুমি টাকার উপর অংকিত বঙ্গবন্ধুর ছবি
বদলে ফেলতে পার
তুমি বঙ্গবন্ধুর মূর্তি ভেঙ্গে গুঁড়িয়ে দিতে পার
একের পর এক
জুতোর মালা পড়িয়ে উল্লাস করতে পার
অফিস-আদালত হতে বঙ্গবন্ধুর ছবি টেনে হিঁচড়ে নামাতে পার
কিন্তু বাংলা মায়ের বুক হতে তুমি তাকে কেড়ে নিতে পারবেনা।
এই বাংলার মাটি হতে,
এই বাংলার নদী হতে
এই বাংলার শ্যামল প্রান্তর হতে
তোমরা একাত্তরকে
বঙ্গবন্ধুকে নিচিহ্ন করতে পারবেনা কোনদিন।
১২/১০/২০২৪
#
আগেই ভাল ছিলাম
রাস্তা-ঘাটে কাউকে অন্তত পিটিয়ে মারা হতোনা
বাড়িতে ডাকাত পড়ার ভয় ছিলনা
অযথা চাঁদা চেয়ে কেউ ফোন দিতনা।
আগেই ভাল ছিলাম
সারাদিন রিক্সা চালিয়ে
এক হাজার থেকে বারোশো টাকা আয় হতো
সারাদিন পেট পুরে খেতে পেতাম।
আগেই ভাল ছিলাম
নারী হয়েও রাস্তায় নির্বিঘ্নে চলতে পারতাম
কোন ভয় গ্রাস করতোনা
কেউ দেহে কালি লেপনের ভয় দেখাতোনা।
আগেই ভাল ছিলাম
ফেসবুকে ইচ্ছামত লিখতে পারতাম
যেমন লিখতো একজন ষাঁড়
কত কি ছাইপাশ লিখতেন তিনি।
আগেই ভাল ছিলাম
ডিম আর পানির দাম এক ছিলনা
বাজারে কাঁচা তরকারির দাম সহনশীল ছিল
তখন আমরা মাংস খেতাম, এখন তরকারিও জোটেনা।
১১/১০/২০২৪
#
কোন একদিন সকালে আমরা জেনে যাবো
আমরা গীতা পাঠ ভুলেই গিয়েছি
ভুলেই গিয়েছি চন্ডীপাঠ।
কোন একদিন সকালে আমরা পূজার মন্ডপে
একদল মুখোশধারী শয়তানদের দেখবো-
যারা চন্ডীপাঠ করছে,গীতাপাঠ করছে।
কোন একদিন পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে আচমকাই
একদল হায়েনা উপস্থিত হয়ে গাইবে সম্প্রীতির গান
হিন্দুরা ভুলে যাবে- কিভাবে গাইতে হয় কীর্তন।
কোন একদিন আমরা জানবো হিন্দুরা ভুলে গিয়েছে
পূজার মন্ডপে ঢাক বাজে
উল্টো তারা জানবে পূজার মন্ডপে বোমার বিস্ফোরণ হয়।
১১/১০/২০২৪
২| ১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০২
পমুহাম্মদ নাজমুল হাসান বলেছেন: উদ্ভট.......