নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

সময়ের কড়চা

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৯




#
স্বর্গের ঘন্টা বাজিও না তোমরা
লোভ দেখিওনা আমাদের
কি লাভ বল?
ভাই হয়ে ভাইয়ের বিশ্বাসে লাথি মেরে
ভাই হয়ে ভাইয়ের রক্ত ঝরাতে।

কতকাল ধরে বইছে যমুনা
পদ্মা তার পাশে
ডিঙ্গি নৌকায় কত পথ পাড়ি দিয়েছে
আক্কাস আর ভোলায়।
ওই তো আকালের সময়
যে বছর কত মানুষ ভাত না পেয়ে
ধুঁকে ধুঁকে মরেছিল মাঠে-ঘাটে
সে বছরও ঈদ এসেছিল
সে বছর পূজাও এসেছিল
তয় আক্কাস আর ভোলা ঘেঁচু তোলা থামায়নি,
কেউ এসে তাদের বলেওনি
-শোন মরণের পরে স্বর্গে যাতি
কি কি লাগবি।

এখন বুঝি পদ্মায় পানি নেই?
যমুনাও শীর্ণকায়
আক্কাস আর ভোলার পেট ভরা
কে যেন বলেছিল,গ্রামের যদুমিঞা বোধহয়
-“শোনেন,পুরুষ মানুষের পেট আর চেঁট ভরা থাকলে
হোগার ভিতর শুধু কামড়ায়”।

যা বলছিলাম-স্বর্গের পথ দেখিয়ে
দেওয়ার দায়িত্ব তোমরা কিভাবে পেলে?
নাকি তোমরা ভাইয়ের ছদ্মবেশে ইবলিশ
এসেছো ধ্বংস করতে এই বাংলাদেশ।

১১/১০/২০২৪



#
আমরা ঘুমের ঘোরে আছি অথবা একটি অসম্ভব স্বপ্নে
যে স্বপ্নে পূজামন্ডপ পাহারা দেয় সেনাবাহিনী-
দিতেই পারে, আমরা হয়তো ভাবছি আমরা যুদ্ধ করছি।
আমরা স্বপ্ন দেখতে পারি আমাদের পূজা মন্ডপে একদল বানর
এসে বলছে- তোমরা আমাদের মত বানর হলেই পার
তাই একদল বানরের কিচির মিচির শব্দে পূজা মন্ডপ হলো মুখর।

আমরা ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে বাজারে যাই - পানির দামে
ডিম কিনতে। আর উচ্চ মূল্যে তরিতরকারি কিনতে
সূর্যের আঁচ নয় দ্রব্যমূল্যের আঁচেই সিদ্ধ হই প্রতিনিয়ত,
পুঁইশাক আশি টাকা কেজি- বানরস্বাধীন হলে যা হয় আর কি।

১১/১০/২০২৪

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ দুটি কবিতা, অনেক প্রতিবাদী এবং মানুষবাদী কবিতা।

২| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.