নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#
মুখায়বগুলি সব পচা- গলা, মুখ থেকে বের হয় উৎকট -
দুর্গন্ধ,
রাগ করোনা, তোমার মুখ হতে চেতনার গল্প শুনতে আমার
খুব কষ্ট হয়।
একই গান কতবার শোনাবে তুমি, প্রিয়
- খেলা হবে
খেলার মাঠ তোমার জন্যে নয়
অথবা তুমি ছিলে অবসরপ্রাপ্ত খেলোয়াড়,- অলিম্পিকে।
এক সিংহীর উপর ভর করে টাকার পাহাড়ে
তোমাদের কেউ কেউ উঠেছিলে
ভেতরে ভেতরে দল কতটুকু রুগ্ন হয়েছিল
তোমরা খোঁজই রাখতে না।
তোমাদের পাপের বোঝা বয়ে নিয়ে চলেছে
ধানমন্ডি ৩২
নেতা-কর্মীর গলিত পচা লাশ
আর এই অভাগা দেশ।
১০/১০/২০২৪
#
যদি কেউ তোমার জন্ম পরিচয় অস্বীকার করে,- তবে তুমি মিছিলে এসো
মুষ্টিবদ্ধ হাত আর “জয়বাংলা”শ্লোগান নিয়ে।
যদি কেউ তোমার চেতনায় আঘাত করে তবে রাজপথে এসো
মুষ্টিবদ্ধ হাত আর “জয়বাংলা”শ্লোগান নিয়ে।
যদি কেউ একাত্তরকে অস্বীকার করে তবে মিছিলে এসো
মুষ্টিবদ্ধ হাত আর “জয়বাংলা”শ্লোগান নিয়ে।
যদি কেউ জাতীয় সংগীত অস্বীকার করে তবে রাজপথে এসো
মুষ্টিবদ্ধ হাত আর “জয়বাংলা”শ্লোগান নিয়ে।
যদি কেউ বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চায় তবে রাজপথে নামো
মুষ্টিবদ্ধ হাত আর “তোমার নেতা আমার নেতা শেখ মুজিব,শেখ মুজিব” শ্লোগানে শ্লোগানে।
যারা বলে মুজিব ফ্যাসিবাদের প্রতিক,তারা আঁধারের পথিক
ওরা আমাদের মতই দেখতে তবে একাত্তরের প্রেতাত্মা
বয়স যাই হোক ওরা বাংলাদেশ বিরোধী
ওরা সেই “পুরানো শকুন”, খামছে ধরেছে আমাদের জাতীয় পতাকা।
১০/১০/২০২৪
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৫৫
ছোট কাগজ কথিকা বলেছেন: প্রখর রাজনৈতিক ও সামাজিক বোধে ভরপুর! চেতনার গভীরতা এবং জাতির প্রতি দায়বদ্ধতার জ্বলন্ত আহ্বানটি মুগ্ধ করে। ইতিহাস আর বর্তমানের সঙ্গে লড়াইয়ের এমন তীক্ষ্ণ প্রকাশ বিরল।