নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আর নয়নে নয়ন পড়েনা
এখন আর বলা হয়না-ভালোবাসার কথা:প্রেমের কথা
এখন তোমার হাতে লাঠি
এখন আমার হাতে লাঠি।
ফুলের দোকানে গোলাপ ফুলগুলি বিষণ্ণ
পাপড়িগুলো ঝরছে নীরবে-নিঃশব্দে,
সময় কেড়ে নিয়েছে আমাদের প্রেম।
সময় খুব সূক্ষ্ম পরিকল্পনাকারি
যে পরিকল্পনায় নেই আমাদের প্রেম-
একসাথে বসে পড়া-
আকাশে মেঘবালিকার খেলা দেখা-
সবুজ ঘাস ছিঁড়তে ছিঁড়তে ভবিষ্যৎ এর কল্পচিত্র আঁকা।
এক দানবীয় সময়ের সূক্ষ্ম পরিকল্পনা আমাদের তৈরি করছে
হিংস্র দানবে-যারা ব্যস্ত ভাই হয়ে ভাইয়ের রক্ত ঝরাতে।
০৯/১০/২০২৪
১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০০
সুদীপ কুমার বলেছেন: সুন্দর মন্তব্য।ধন্যবাদ।
২| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০২
অধীতি বলেছেন: এখন প্রেম নেই কোথাও, নেই ভালবাসা আছে শুধু হতাশা আর তারার খসে পড়া।
১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
ছোট কাগজ কথিকা বলেছেন: কবিতাটি আধুনিক সময়ের প্রেম ও সম্পর্কের বিবর্ণতা তুলে ধরে। একসময় ভালোবাসা, রোমান্টিকতা যেগুলো জীবনের অংশ ছিল, তা সময়ের হাত ধরে কঠোর বাস্তবতায় রূপ নিয়েছে। কবিতায় সময়কে এক সূক্ষ্ম ও ভয়ঙ্কর পরিকল্পনাকারী হিসেবে চিত্রিত করা হয়েছে, যা মানুষের মধ্যে প্রেমের পরিবর্তে হিংস্রতা ও বিভাজন তৈরি করছে। ফুলের বিষণ্ণতা, পাপড়ির ঝরা প্রতীকীভাবে হারিয়ে যাওয়া কোমল অনুভূতিগুলির প্রতিফলন ঘটায়।