নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

সময়ের কড়চা

০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

#

একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে রসদ। যারা বসে আছে
অট্রালিকায় তাদের গায় আঁচ লাগতে একটু সময় লাগবে।
আর যারা বসে আছে ফুটপাতে, ড্রেনের ধারের টং দোকানে-
যেখানে বিড়ি আর কম দামী সিগারেটের মিলন মেলা, তাদের
বিষণ্ণ হাসি, ভাবলেশহীন নয়ন জানিয়ে দেয় সময় ভাল নয়।
আচমকা স্বপ্ন ভেঙ্গে গেলে যে অনুভূতি গ্রাস করে তোমায়-
আমায়, যে অনুভূতি বয়ে নেয় শরৎ এর ভেজা বাতাস।তাই
গ্রাস করেছে আমাদের।বাজারের থলের ভগ্নকায় স্বাস্থ্য
শীতল কন্ঠে বলে-বিপদটি আর কারও নয়,বিপদ হলো
অর্থনীতির।


#
আমি ছাপোষা মানুষ।আমার অত সাহস নেই।
ঊর্মির মত সাহস আমার নেই।আমার চাকরির ভয়
আছে-হারাবার ভয়।ব্যবসায় ক্ষতির ভয় আছে-কখন
এসে চাঁদা দাবী করে।কিম্বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি
সাধন করে-ভাংচুর,কিম্বা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে।আমি
নিতান্তই এক ছাপোষা মানুষ।ঊর্মির মত সাহস নেই
আমার বুকে।তবুও,তবুও ইচ্ছা করে-একদিন রাজপথে
নামি।আমার পূর্বপুরুষের মৃত্যু ঋণ শোধের জন্যে।
রাজপথে নেমে চিৎকার করে বলি-এই দেশ আচমকা
স্বাধীন হয়নি।দীর্ঘ আন্দোলন আর আত্মত্যাগের ফসল।

রাজপথে নামতে সাহস হয়না।জীবনপ্রয়োজনে বন্দী
আমি-আমৃত্যু?তবু ইচ্ছা হয়।মাঝে মাঝে ক্রোধ হয়।তান্ডব
চলে স্নায়ুতন্ত্রের জালিকা ধরে ধরে-যখন দেখি ধানমন্ডি
৩২ নম্বর জ্বলছে।ওরা –ওই একাত্তরের পরাজিত শক্তির
জোট বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চায় বাংলাদেশ হতে।তুমি
হয়তো প্রশ্ন করবে-ওদের বেশীর ভাগই একাত্তরে জন্মই
নেয়নি।অর্বাচিন-তুমি অর্বাচিন,তাই এমন কথা বল।
কে রাজাকার ছিল,কে আল বদর ছিল, কে শান্তি কমিটিতে
ছিল,কে আল-শামস ছিল বিষয়টি এমন নয়।বিষয় হলো
তুমি স্বাধীনতা বিরোধীদের মতবাদ বিশ্বাস করছো কি?
যদি করে থাক তবে তুমি রাজাকার।

আমি স্বপ্ন দেখি একজন নয়,দুই জন নয়-লাখ ঊর্মি
নেমেছে রাজপথে-রাজাকার নামক বরাহ শাবকদের
হাত হতে বাংলাদেশকে ছিনিয়ে আনবার জন্যে।

০৭/১০/২০২৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.