নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#
বাঙালী মাত্রই কার্তিক মাস চেনে।শারমেয়দের এই মৌসুম
তাদের জন্যে মধু মাস।বাংলাদেশে এখন চলছে রাজনীতির
মধুমাস।তবে সবার জন্যে নয়।যারা লাশ হচ্ছে,আর যাদের
নাম লাশ হওয়ার তালিকায়,তাদের জন্যে এই মৌসুম ডেকে
এনেছে হাবিয়া দোযখ।অবশ্য হাবিয়া দোযখ ঠিক কাদের
জন্যে অপেক্ষা করছে,তা একমাত্র সময়ই বলতে পারে।
তুমি-আমি যারা ফুটপাতের চা-স্টলকে মুক্তবাকের উপযুক্ত
স্থান মনে করি,তারা চা বিক্রেতাকে আমাদের আদর্শ হিসাবে
মেনে নিতে পারি।
বাতাস যেদিকে ধানের ফুলও সেদিকেই থাকে।কি বলতো,
প্রকৃতি বলছে-নিজেকে আগে তৈরি কর।ধান যদি না হয়
নৌকা দিয়ে কোন ফসল তুমি ঘরে নিতে পারবে?
#
ভাল নেই
বাংলাদেশ ভাল নেই।
এখানে এখন লাশ পড়ে থাকে যত্র তত্র
এখানে এখন বোবা হয়ে আছে সংবাদপত্র।
ভাল নেই
বাংলাদেশ ভাল নেই
নতুন স্বাধীনতা শব্দটি আমাদের করেছে প্রতারিত
এখানে এখন সকল বীর মুক্তিযোদ্ধা হচ্ছে নিগৃহিত।
এই বাংলাদেশে এখন রাজাকার উড়ায় পতাকা
বীর দর্পে বলে এটাই তাদের স্বাধীনতা।
ভাল নেই
বাংলাদেশ ভাল নেই
এখানে এখন মুক্তিযুদ্ধের স্বপক্ষ যারা তারা হচ্ছে চাকুরি হারা
এখানে এখন বঙ্গবন্ধুর স্বপক্ষ যারা তাদের জন্যে মৃত্যু করে অপেক্ষা।
০৭/১০/২০২৪
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
আজব লিংকন বলেছেন: অনেক গভীর কবিতা।