নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

সময়ের কড়চা

০৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১০

#

আরে দেখুন গরীব মানুষের চাল পড়ে আছে গোডাউনে।
সকল ডিলার লাপাত্তা। গরীব খেলেই কি, আর না খেলেই
বা কি। অবশ্য আমাদের মত ছাপোষা মধ্যবিত্ত কাঁচা মরিচের
ঝাল বুঝতে পারছি তিন বেলা। বাজারে গিয়ে কিনতে, খাওয়ার
সময় আর, আর পরদিন সকালে বজ্র নিঃষ্কাশনের সময়। তবে
বর্তমান রাজার মত অপ্রয়োজনীয় বজ্র নয়। প্রয়োজনীয় বজ্র।
বিদ্যুতের লুকোচুরি, বাজরের ঊর্ধগতি, অর্থনীতির আচমকা
নেতিয়ে পড়া, আইন- শৃঙ্খলার অবনতি সহজে লুকিয়ে
রাখতে দমন-পীড়ন কৌশল নেওয়া যেতেই পারে।

তবে একাত্তরকে দমন করতে গিয়ে এমন কথা যেন
শুনতে না হয়- বাঁশ তুমি ঝারে কেন?

#

স্বর্গটি ওই দিকে।তোমাকে পথ দেখিয়ে দিলাম
আর তুমি হেঁটে চলে গেলে স্বর্গে। বিষয়টি কি এমন?
ধর্মের ঝান্ডা হাতে তুমি পথে নামলে, জোস আর আক্রোশ
সাথে নিয়ে।ঠিক তখন দলে দলে মানুষ ওই পতাকা তলে
সমবেত হবে,বিষয়টি এমনও নয়। উল্টো তুমি হাত ভর্তি
রক্ত পেলে,-তোমার স্বজাতির রক্ত ।বিষয়টি হয়তো অন্যরকম
তোমার শাসন দন্ড মিথ্যার উপর দাঁড়িয়ে,তাই হয়তো খেলছো
ধর্মের রুইতন অথবা হরতন।

০৫/১০/২০২৪


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৩

কামাল১৮ বলেছেন: বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য তোলা দানের টাকাই দান নাকরে ব্যাংকে পড়ে আছে।মেরে দেয়ার ধান্ধায় আছে।এই নিকৃষ্ট লোকরা করবে মানুষের উপকার।পাগলেও বিশ্বাস করে না।
এই টাকা তাদের গলার ফাঁস হয়ে দেখা দিবে একদিন।যেমন হয়েছিলো খালেদা জিয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.