নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন অনেক কিছুই ঘটতে পারে
যা আগে কখনও ঘটেনি,অথবা শোনা যায়নি।
ধর,তুমি আমি গভীর সমুদ্রে ডুব দিয়ে
মাসের পর মাস কাটালাম,-হাঙ্গরের সাথে গল্প করে।
এমন অনেক কিছুই ঘটতে পারে
একদিন প্রভাতে ঘুম থেকে উঠে জানতে পারি-
আমরা কেউ নই বাঙালি
আমরা অন্য কেউ,পিতা বলে ছিলনা কেউ।
এমন অনেক কিছু-মুক্তিযুদ্ধ বলে
কোন কিছু ঘটেনি এদেশে
ওগুলি সব অপপ্রচার,- তুমি জানতে?
মুক্তিযোদ্ধা ওরা কারা?-অনুপ্রবেশকারী হবে!
একদিন খুব সকালে উঠে জানবো
দেশ স্বাধীন হয়েছে,- তবে নতুন করে
আর উলঙ্গ রাজা এসে বলবে-
দীর্ঘদিন ধরে সূক্ষ্ম পরিকল্পনায় এই নতুন স্বাধীনতা।
বোবা-অথর্ব সংবাদপত্রের পাতায় লুকিয়ে থাকা
মার্কিন গুপ্তচর ঢেঁরা পিটিয়ে পিটিয়ে বলবে-
যারা একাত্তরে বিশ্বাসী তাদের বেঁচে থাকার অধিকার নেই
পিশাচের দল তার সাথে সুর মেলাবে।
আমরা যারা পতিত জনতা,এনজিও
আমরা যারা পতিত রাজনীতিবিদ আর বুদ্ধিজীবি
আমরা যারা পতিত কবি আর শিক্ষক
উল্লসিত হবো,সাজাবো নিজেদের সঙের মত করে।
প্রতিদিন শুনবো মৃতদেহ পাওয়া গিয়েছে,-ঝিলের ধারে,
রাস্তার পাশে।নাকে রুমাল দিয়ে পতিত মন বলবে-
ওরা বোধহয় বাঙালি আদর্শে বিশ্বাস করতো
তাই মরেছে,আপদ বিদায় হয়েছে।
কোন একদিন খুব সকালে আমার বাড়ির সকলের ঘুম ভাঙ্গবে
আমরা নিজেদের আবিষ্কার করবো এক জঞ্জালের মাঝে
আমাদের হাত নেই,শুধু চারটি পা,পিছনের অংশে একটি লেজ
শীর্ণকায় শরীর,একে অপরকে ডেকে আশ্চর্য হয় যাবো,-এটি কোন ভাষা?
২৮/০৯/২০২৪
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩১
কাঁউটাল বলেছেন: ভুক্কুর কুক্কুর