নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

রুপকথার গল্প-৩

১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩৫





সে অনেকদিন আগের কথা। এক দেশে ছিল বিশাল বিচার ব্যবস্থা।কারণ সেই দেশে জনসংখ্যা ছিল খুবই বেশী। আর যার কারণে মানুষে মানুষে গন্ডগোল লেগেই থাকতো। যেমন ধর জমির আইল চাঁচা নিয়ে গন্ডগোল,একের বউ অপরে নিয়ে পালিয়ে গিয়েছে এই নিয়ে সমস্যা,ভাইয়ে ভাইয়ে সমস্যা,আরও ধর চাকরীর কোটা,মুক্তিযোদ্ধা,ভূয়া মুক্তিযোদ্ধা,সহি রাজাকার, ঘুঁষ-দুর্নীতি,আগুন সন্ত্রাস,জজ মিয়া এই ধরণের গন্ডগোল । ফলে বিচার ব্যাবস্থা খুবই চাপে থাকতো আর কি। ওই দেশের প্রধান বিচারপতি,আইনমন্ত্রী সব সময় সাংবাদিকদের সামনে মামলা জট নয়ে গুরু গম্ভীর বয়ান পেস করতো। কিন্তু এই মামলা জট তবুও কমতো না।

সেই দেশের এক নাগরিক একদিন কোর্টে গিয়ে চেক ডিজ অনারের মামলা করে বিপদে পড়ে যায়। প্রথমে মামলার বিচারক বিষয়টি তদন্তের জন্যে তিন মাসের সময় দেয় পুলিশকে। ওই নাগরিক ছুটে যায় পুলিশের কাছে। পুলিশ তাকে নানা প্রশ্ন করে শেষে বলে দেখুন এই কাজে কিছু খরচাপাতি আছে। আপনি দিলেই খুব সুন্দর রিপোর্ট দিয়ে দেবো আপনার পক্ষে। নাগরিকটি ভাবলো ভালইতো। পুলিশকে বললো দেবো। এর কয়েক মাস পর থানা থেকে তার ডাক আসে। সেই তদন্তকারী অফিসার আর একজনের কাছে পাঠায় তদন্ত রিপোর্ট সুন্দরভাবে লিখবার জন্যে। সেই পুলিশ আবার তাকে বলে,দাদা দেখুন আমি লিখলে আপনাকে কিছু টাকা দিতে হবে। নাগরিকটি বললো কেনো? আমি লিখবো তাই,আর লিখবার পর উপরের স্যারের সই নিতেও টাকা দিতে হবে। হতোদ্যম হয়ে নাগরিকটি থানার সমস্ত খরচ মিটিয়ে রিপোর্ট রেডি করে।

এরপর আবার আাদালত। আবার ডেট। আবার আদালত। আবার ডেট। সে খুব হতাশ হয়ে যায়। মনের দুঃখে এক দোকানে বসে পান চিবায়। সেই সময় এক কাক আসে তার কাছে। বলে, - ভাইসাব সমস্যা কি? উত্তরে নাগরিক বলে মামলায় ডেটের পর ডেট পড়ছে। করবো কি? কাক জানায় সমস্যার খুব সহজ সমাধান আছে।

এর পরদিন সেই নাগরিক আদালতে যায়। পেসকারকে খুঁজে বের করে তার কাছে মামলার নম্বর দেয় আর হাতে দুইশত টাকা গুঁজে দেয়।

আমার গল্পটি ফুরালো নটে শাকটি মুরালো।

নাটোর
১২/০৭/২০২৪

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫৪

ঢাকার লোক বলেছেন: মাত্র দুইশত টাকা ? ২ ডলারও না ! এতো অল্প টাকা স্যারেরা নেন ? :)

২| ১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫৫

নয়া পাঠক বলেছেন: রূপকথার গল্পটি মজা লাগলো। বাস্তবতা, বিশেষ করে এই রূপকথার দেশের বর্তমান বাস্তবতা খুবই করুণ, অনেকটাই আপনার গল্পের মতই বা এর চেয়েও ভয়ংকর। কিন্তু কিছু করার নেই, যদি আপনিও তাদের দেখানো পথে চলতে পারেন, বা তাদের চেয়েও মাথায় কুটবুদ্ধি বেশি ধারণ করে রাখেন তাহলে আপনার জন্য সব সমস্যার সমাধান আছে।

যাক আপনার মত আমিও ইদানিং কিছু রূপকথা, রূপক, ভৌতিক ইত্যাদি গল্প লেখার চেষ্টা করছি। আর কাকতালীয়ভাবে আমিও আপনার এলাকারই একজন।

৩| ১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১:০৩

জ্যাক স্মিথ বলেছেন: এই দুই শত টাকার মধ্য থেকে আবার ১০০ টাকা যাবে বিচারকের হাতে।

মনে হচ্ছে আপনি এক ইদুর দৌঁড় প্রতিযোগিতার মধ্যে পড়েছেন, মামলার বাদী পেসকার'কে ৩০০ টাকা দিয়ে ৬ মাস পরপর ডেট ধার্য করাবে, মানে যে বেশি টাকা খরচ করতে পারবে এই মামলার রায় তার পক্ষে যাবে। টাকা যখন কথা বলে সত্য তখন চুপ থাকে। শেষ পর্যন্ত আপনার মামলার রায় কি হয় তা জানার জন্য অপেক্ষায় থাকলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.