নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

মোহাম্মদ লিখে রেখো শিশুর শরীরে

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮




ভাষা হারিয়ে ফেলছি
চোখের জলও শুকিয়ে যাচ্ছে ক্রমশঃ
মায়ের আহাজারি,পিতার নি:স্তবদ্ধতা কিছুই
শান্ত করতে পারছেনা এই মনকে।

প্রতি পনেরো মিনিটে মারা পড়ছে এক একজন ফিলিস্তিনি শিশু
" জাগো কাল বৈশাখী জাগো,জাগো"
না এখন কাল বৈশাখী কেন,মানুষের বিবেক
জাগ্রত হয়না আার।

এই যে প্রতি মূহুর্তে ইসরায়েলি বিমান হামলা, - গাজায়
কতজন শিশু মরছে পশ্চিমাদের এ নিয়ে নেই কোনও মাথা ব্যাথা
কিন্তু বিমান হামলার পর পিতা খুঁজে ফেরে তার শিশুর
দেহের টুকরো
রক্তাক্ত, ধূলি মাখা শিশুর ছিন্ন হাত
ছিন্ন রক্তাক্ত মস্তক
টুকরো টুকরে হাত আর পা খুঁজে নিতে ব্যার্থ হয় তার
পিতা- মাতাকে। অসহায় পিতা,অসহায় মাতা।

" বাবা মোহাম্মদ এদিকে এসো।শিশুটি আসে তার
পিতার নিকট। পিতা যত্ন করে শিশুর হাত আর পিঠে লিখতে থাকে মোহাম্মদ,মোহাম্মদ"।
যেন বিমান হামলার পর পিতা টুকরো টুকরো হয়ে যাওয়া
শিশুর শরীরের মোহাম্মদ লিখা দেখে চিনে নিতে পারে তার
আদরের সন্তানকে।

নাটোর
২৪/১০/২০২৩

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: বিষয়গুলো আমি পত্রিকার পাতায় পড়ছি, ভীষণ খারাপ লাগছে, কষ্টও পাচ্ছি। আমি নিজেও সন্তানের বাবা, তাদের কষ্টটা পুরোপুরি না হলেও অনেকটাই অনুভব করতে পারি। আপনার লিখাতেও সেই হাহাকার ফুটে উঠেছে। মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে আরো মানবিক হওয়ার তৈফিক দিন। অনেক ভালোলাগা জানিয়ে গেলাম সুদীপ দা। ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

বাকপ্রবাস বলেছেন: ফিলিস্তিনি ইস্যুতে আপনার কবিতা যুদ্ধের জন্য ধন্যবাদ। শরীরে নাম লিখে রাখার ব্যাপারটা সত্যিই বেদনাদায়ক, মৃত্যুকোপে আছে ওরা, শুধু সময় এর ব্যাপার মৃত্যু কখন আসে

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

আমি সাজিদ বলেছেন: ছুঁয়ে গেল আমাকে। দুই হাজার শিশু মারা গেছে।

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২০

সুদীপ কুমার বলেছেন: হ্যাঁ।

৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৩

ফারহানা শারমিন বলেছেন: কত অসহায় আমরা! চোখের পানি ফেলছি। দোয়া করছি। কিন্তু তাদের জন্যে কিছুই করতে পারছি না।

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৯

সুদীপ কুমার বলেছেন: প্রচেষ্ঠাই আসল বিষয়।

৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০০

রিদওয়ান খান বলেছেন: আপনার কবিতাগুলো হৃদয় ক্ষতবিক্ষত করে দিচ্ছে! বলার মত ভাষা হারিয়ে ফেলেছি। নিজেও সন্তানের বাবা। ফীলটা আসলে কী একজন বাবাই কেবল বুঝবেন :'(

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৯

সুদীপ কুমার বলেছেন: বাবা হিসেবে ফিল করেছি।

৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: ভয়ঙ্কর হৃদয়বিদারক ঘটনা কাব্যে ফুটিয়ে তুলেছেন++

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

৭| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫০

ঢাবিয়ান বলেছেন: স্পীচলেস ----

পোস্টে +++++

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

৮| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৭

সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা জানালাম।

৯| ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতা পাঠে চোখের কোনে পানি জমেছে। মনটা হু হু করছে নীল কষ্টে। হায়রে মানবতা !
আপনার কবিতাটি যেন একটি বিদ্রোহী কবিতা।
অসাধারণ ! সত্যিই অসাধারণ।

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৭

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.