নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে এই স্থানে এক জলপাই বাগান ছিল
যেখানে শিশুরা খেলতো।এক ইহুদী আর এক মুসলিম
যেখানে কাজ করতো,সুখ-দুঃখের গল্প করতো
দিন শেষে যে যার বাড়িতে চলে যেতো।
এখানে এই স্থানে এখন জলপাই বাগান খুঁজে পাবেনা
এখানে এই স্থানে এখন শিশুদের কোলাহল শুনতে পাবেনা
শুনবেনা কোন কৃষকের গল্প
দেখতে পাবেনা জলপাই গাছের সবুজ পাতা।
ওরা আরবদের কোন প্রতিবেশী যারা কিনা
পশ্চিমাদের হাত ধরে সেই জলপাই বনে এলো?
ওরা কোন ইহুদী যারা সাথে আনলো জলপাই রঙের দানবীয় যুদ্ধাস্ত্র
কিসের নেশায় তারা মেতে উঠলো শিশু হত্যায়।
তোমার বলছো ওরা হামাস আর ওরা ইহুদী
আর ওরা মুসলিম।হারিয়ে যাওয়া জলপাই বনের ফেরারী
বাতাস কান্না জড়িত গলায় বলে মানুষ কোথায় বলতে পারো?
শিশুদের হাহাকারে মন গলেনা ওই বাইডেন কুলাংগারের
মন গলেনা বৃটেন,জার্মান আর পৃথিবীর সভ্য জাতির দাবিদার
অসভ্য পশ্চিমাদের।
ওই যে স্থান যেখানে একদিন জলপাই বন ছিল
পাখি ছিল,শিশুরা খেলতো
সেখানে এখন এক হাসপাতাল গড়ে উঠেছিল
সেই হাসপাতাল এখন নেই।গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল
তার দানবীয় শক্তি দিয়ে।
আহত মানুষগুলি এখন বড্ড শান্ত ঠিক যেন পশ্চিমা সংবাদ মাধ্যম।
নাটোর
১৮/১০/২০২৩
২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৩৯
রাজীব নুর বলেছেন: আপনি যদি ফিলিস্তিনের করুন অবস্থা দেখার পরও ফিলিস্তিনের পক্ষে না দাঁড়ান, তাহলে আপনি ভুল পক্ষে অবস্থান নিয়েছেন,বৈষম্যের পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন।
২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩২
সুদীপ কুমার বলেছেন: ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:১১
ক্লোন রাফা বলেছেন: জলপাই বাগান কিংবা সবুজ নেই । মরুর বুকে দাপিয়ে বেড়ায় জলপাই রঙের ঈবলিশ । তাদের শুধু চাই ভুমি মানুষ চাইনা।
ভালো লিখেছেন,সু.কুমার।
ধন্যবাদ।