নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আবার হাট বসেছে

১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৭

এবারও বাজার দর বেশী,সামনে নির্বাচনের হাট তো তাই
দেখুন হিন্দু নেতারা কিভাবে চিৎকার করেই চলেছেন,
-এমপি বাহার কান্ডের পর।যত দোষ সব ওই নন্দ ঘোষের।
ও বলতে ভুলেই গিয়েছি ওই নেতাগণ কেন চিৎকার করছেন
নিপিড়িত(?) সংখ্যালঘুদের জন্যে!সংবাদে ভেসে আসছে
উনাদের চিৎকার-একতার নয়,বিভাজনের।যেভাবে বাংলা
ভাগ হয়েছিল ধনী হিন্দুদের রাজনৈতিক আর স্বার্থীয় উচ্চবিলাসিতার জন্যে।
ওই যে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতাগণ,যারা কিনা নিজেদের
ছেলে-মেয়েদের আর সম্পদ রাখেন বিদেশের মাটিতে নিরাপত্তার
অজুহাতে, তারা কি উপকারে আসবেন নিপিড়িত সংখ্যালঘুর আপদে-বিপদে?

এই সেইদিন নাটোরের নবরুপের সামনে স্থানীয় এক ঐক্য পরিষদের
নেতাকে বলা হলো মেধাবী হিন্দু সন্তানদের পড়াশুনার জন্যে আর্থিক
ব্যবস্থা গড়ে তুলি।উনি আকাশের চাঁদ দেখলেন,ফল বিক্রয় দেখলেন
তারপর চলে গেলেন।

ও আলোচনায় ছিল কুমিল্লা।সেখানে কিনা পূজা উদযাপন কমিটি আর
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মাঝের বিভাজন রুপ পেলো রাজনৈতিক
বিভাজনের।আর এখন তো নির্বাচনী বাজার বসেছে।সেই হাটে সবাই এসেছেন
বিক্রেতার বেশে।

নাটোর
১৭/১০/২০২৩





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৫৮

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৪

সুদীপ কুমার বলেছেন: সমসাময়িক বিষয়গুলিতে নজর না রাখলে আমার লেখাকে আগোছালই মনে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.