নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একে একে গর্ত থেকে বেরিয়ে আসে সকলে
কেউ বুদ্ধিজীবির পোষাকে
কেউ ধর্মীয় লেবাসে
-ভোটের অধিকার আদায়ে।
বাতাসে উড়ছে টাকা।ছেলে চারশ,মেয়ে পাঁচশ-মিছিলের দর
বাতাসে উড়ছে বুদ্ধির বিরুদ্ধে বুদ্ধি
বাতাসে উড়ছে স্বার্থের বিরুদ্ধে স্বার্থ
বাতাসে উড়ছে দানবের দন্ত,-বিষাক্ত দুর্গন্ধ।
আমি এক কবিকে চিনতাম-কোন এক সময়
এখন তিনি কবিতা ছেড়েছেন
বুদ্ধি বেচে দিয়েছেন-
শৃগালের কাছে।
নির্বাচন বুঝি খুব সন্নিকটে
গর্তের মুখে ভীড়,-তাই বলছে।
সুদীপ
নাটোর
২১/০৮/২০২৩
২| ২১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৮
কামাল১৮ বলেছেন: “বুদ্ধি বেচে দিয়েছেন-
শৃগালের কাছে।”
সুন্দর প্রকাশ।
৩| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: ওকে।
৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১২
আমি সাজিদ বলেছেন: রাতের আঁধারে ভোট দেওয়ার স্মৃতিগুলো মনে পড়ছে অনেকের। রাতের ভোটাররা আবার গন্ডারের কাছে মগজ বিক্রি করে দিয়েছে। নিরপেক্ষ নির্বাচন শব্দগুলো শুনলেই শয়তান দেখার মতো আঁতকে উঠে।
১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩১
সুদীপ কুমার বলেছেন: আমরা দুইজন দুই মেরুর লোক।
৫| ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৯
খায়রুল আহসান বলেছেন: বেশ!
৬| ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১০
আমি সাজিদ বলেছেন: আমি কেন্দ্রেই আছি। কিন্তু অনেকেই মেরুর দিকে চলে গেছে। এরা নিজের দেশের মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে বাইরের দেশের মানুষের অধিকার নিয়ে সরব। এদের আবার নানান উদ্দেশ্য। কারও বা সংখ্যালঘু হিসেবে সুবিধা আদায়ের উদ্দেশ্য, কেউবা অবৈধ উপায়ে ব্যবসা করছে, অনেকেই চাঁদাবাজি - টেন্ডারবাজি করে যতো কোটি টাকা কামিয়েছে, তা ধরে রাখার জন্য পেশী শক্তিকেই জনতার রায় থেকে বড় মনে করে।
যাই হোক। যাই।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৬
বাকপ্রবাস বলেছেন: সুন্দর