নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাদের কখনও বলা হয়নি
তোমার যা করছো সেগুলি অন্যায়,ঘোর অন্যায়
তোমার সভ্যতার নামে যা করছো সেগুলি অসভ্যতা।
এখনও আফ্রিকার অনেক দেশ কর প্রদান করে-
ফ্রান্সকে! আশ্চর্য।আমরা কোন যুগে বাস করছি?
আমেরিকাকে কখনও বিচারের মুখোমুখি হতে হয়নি
-জাপানে পারমাণবিক হামলার কারণে।
কোন পশ্চিমা সংবাদপত্র বলেনা বা লেখেনা –বিচার প্রয়োজন।
আমেরিকায় সুন্দর একটি মতবাদ আছে-তুমি যদি নিজের মাটিতে যুদ্ধ না চাও
তবে অন্যের মাটিতে যুদ্ধ লাগিয়ে রেখে দাও,
নিরপত্তা ও ব্যবসা দুটোই হবে তোমার।
আমরা কখনও প্রশ্ন করিনা বৃটেনকে
কেন হত্যা করা হলো সাদ্দামকে?
আমরা প্রশ্নও করিনা ওই পশ্চিমাদের
কেন সিরিয়ায় আমেরিকান সৈন্য,কেন মানুষ মরছে ফিলিস্তিন সিমান্তে?
আমরা যা করি-উন্নত জীবনের মিথ্যা মোহে
চলে যাই ইউরোপে
চলে যাই কানাডায়
চলে যাই আমেরিকায়।
আমরা যারা থাকি দেশে
পৃথিবী দেখি পশ্চিমা সংবাদ মাধ্যমের রঙীন দুই নয়নের মধ্যে দিয়ে।
নাটোর
০৮/০৭/২০২৩
২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩০
সুদীপ কুমার বলেছেন: ঈশ্বর বলিয়াছেন তোমার কর্ম তুমি করিয়া যাও।
২| ০৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০২
কামাল১৮ বলেছেন: আমেরিকার বিচার সেইদিন হবে যখন জাপান পরাশক্তি হবে।শক্তিমানরাই বিচার করে।দুর্বল বিচারের নামে পায় সান্তনা।
২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: আজ একটা কঠিন কথা বলব-
উন্নত বিশ্বে আজকাল কবিতা লেখা খুব একটা হয় না।
কবিতা লিখে দরিদ্র দেশের লোকজনেরা। তৃতীয় বিশ্বের লোকদের আর খেয়ে দেয়ে কাজ নেই। তাই তাঁরা কবিতা লিখে যায়। ফয়ালফল শূন্য।