নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চামড়া যেন ঝলসে দিতে চায় রাগী সূর্য
পারদ যেন স্থির হয়ে আছে একটি দাগে।
আমার ভয় হিট স্ট্রোকে
তোমার ভয় হিট স্ট্রোকে,
কৃষক ধান কাটছে মনের আনন্দে।
যুদ্ধের আগুনে পুড়ছে বাণিজ্য
রাজনীতির তস্করদের শরীর বেয়ে নামছে তেল,
কৃষক ধান কাটছে মনের আনন্দে।
ধর্ম রক্ষায় কত জন প্রাণ দিতে প্রস্তুত
রুচির দুর্ভিক্ষে সংস্কৃতির শরীর হাড্ডিসার,
কৃষক ধান কাটছে,
মাড়াই করছে আর পেট ভরছে সবাই।
নাটোর
১৯/০৪/২০২৩
২| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৭
কামাল১৮ বলেছেন: সেই কৃষকদের পাতে ভাত নাই।সুন্দর বলেছেন।কৃষক আগেও বঞ্চিত ছিলো এখনো বঞ্চিত।
৩| ২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২য় স্তবকে দারুণ ঝাঁঝ
লাস্টের দুই লাইনে মনে হচ্ছে বক্তব্যটা ক্লিয়ার হয় নি। কৃষকের কাজ হলো ধান কাটা ও মাড়াই করা। আমাদের কাজ হলো খাওয়া। কিন্তু লাইনদুটো থেকে বোঝা যাচ্ছে, কৃষকের কাজ হলো ধান কাটা, আর আমাদের কাজ হলো মাড়াই করা ও খাওয়া। একটু গোলমেলে হয়ে গেল না?
যাই হোক, 'লাটিম' ভালো লিখেছেন।