নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে প্রচন্ড দাবদাহ
যেন প্রকৃতি ঝলসে দিতে চায় সবকিছু
কিম্বা প্রতিশোধ নিতে চায়
প্রতিশোধ সভ্যতার আঁধারের বিরুদ্ধে
প্রতিশোধ অপরিকল্পিত নগরায়নের বিরুদ্ধে
যারা পৃথিবীকে শিখাতে আসে জ্ঞান - বিজ্ঞান
অথবা গণতন্ত্র,মানবতা,সমতা
এই তীব্র দাবদাহ চিৎকার করে বলে তাদের
- দ্বিচারিতার কথা
- ভোগ আর বিলাসিতার কথা
- শোষণ আর নিপিড়নের কথা
- ঘৃনিত হত্যাকান্ডের কথা।
নাটোর
১৫/০৪/২০২৩
১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ নুর ভাই। অনেকদিন পর ব্লগে আসলাম।
২| ১৬ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লিখেছেন, তাৎপর্যপূর্ণ একটা কবিতা। কবিতাটা শেষ হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে আরো জোরালো কিছু একটা বলার ছিল, যা দিয়ে কবিতাটা শেষ করা যেত।
১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৩
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই। শেষ হয়েও হইলোনা শেষ। আধুনিক লিখাগুলি এমন ধরণের হচ্ছে। তাই আমিও চেষ্টা করলাম। বাঁকী অংশ পাঠক তার মত করে চিন্তা করে নেবে। সে স্বাধীনতা পাঠকের।
৩| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
শেষ হয়েও হইলোনা শেষ। আধুনিক লিখাগুলি এমন ধরণের হচ্ছে।
ঠিক তা না। এমন একটা বক্তব্য থাকবে, বা এন্ডিংটা এমন হবে, যা বুকের ভেতর একটা ধাক্কা দেবে, পাঠককে ভাবাবে।
আমার কবিতা লেখার বয়স ৪০-এর উপর, গল্প-উপন্যাস লেখার বয়স ৩৫-এর উপর। আমি একটা লিটল ম্যাগ প্রকাশ করেছি ১০ বছরের উপর। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ১২'র উপর।
শুভেচ্ছা রইল।
১৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ পথ প্রদর্শনের জন্যে।
৪| ১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ নুর ভাই। অনেকদিন পর ব্লগে আসলাম।
এত দিন পরে এলে হবে না। প্রতিদিন আসতে হবে।
১৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।