নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
বহুদিন ধরে বনবাসে আছি,-এই জনারণ্যে।
এখানে কোন গানের পাখি নেই,কোন পশু নেই
এখানে সবুজ ফসলের ক্ষেত নেই
এখানে সবাই মানুষ! আমিও তাই!
আর সবার মত আমার মুখেও মুখোশ।
অন্যদের চকচকে মুখোশগুলি আমাকে কাছে টেনে নেয়
-চুম্বকের মত।
কাছে যাই।তারা হাসে।
উজ্জল আলোতে চমকায় ক্ষুরধার দন্ত,-ড্রাকুলার মত।
ভেতরে ভেতরে রক্তশূণ্য হচ্ছি,-বহুদিন ধরে।
(২)
ভাইয়েরা আমার,এবার শোন
খুলে ফেলো তোমাদের ওই রঙ্গীণ মুখোশ
সত্যিকারের দৃষ্টি ফিরিয়ে আনো তোমাদের দু’নয়নে
চিন্তার ভারী বোঝা ফেলে দাও মাটিতে।
হ্যাঁ, এবার সবাই ঘুরে দাঁড়াই
আয়নার সামনে।– অবাক হতে নেই।
রুহীগাঁও
০৪/০২/২০২২
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।পালটে দিলাম।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, আমিও একজাক্টলি 'দু নয়নে' শব্দটাই ভাবছিলাম।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১০
হৃদ_স্পন্দন বলেছেন: দারুন লিখেছেন সংগ্রহে রাখতে পারি
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৫| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৮:০৩
খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন! দুটোই।
"ভেতরে ভেতরে রক্তশূন্য হচ্ছি- বহুদিন ধরে" - চমৎকার! এরকম তো আমারও মনে হয় মাঝে মাঝে।
তবে, আপনার কবিতায় 'রক্তশূন্য হচ্ছি' এর পরে কমা এবং হাইফেন, দুটোই দিয়েছেন। যে কোন একটি রেখে বাকিটা মুছে দিন। (আমি হাইফেনটাকে রেখেছি।)
পোস্টে দ্বিতীয় ভাললাগা রেখে গেলাম। + +
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন। 'মাঝে' শব্দটা, সম্ভব হলে 'দু নয়ন মাঝে' শব্দটাও পালটে দিতে পারেন, তাতে লাইনটা আরো সাবলীল হবে। (যদিও আমিও মাঝে মাঝে 'মাঝে' লিখে থাকি, কিন্তু সময় পেলে এডিট করে পালটে ফেলি)।