নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা এমন একটি প্রার্থণায় রত,যা আমরা বিশ্বাস করিনা
তবে আচার-আচরণে আমরা,-দেবতার চরণে সবকিছু সঁপে দিয়েছি।
বিশালাকার দেবালয়ে অর্থের জৌলুস চমকায়,যেমন
চমকায় মরিচীকা মরুর নিঃসঙ্গ বুকে।
ধার্মিক ব্যক্তিগণ নিজ নিজ উচ্চ আসনে বসেন
আর শয়তানের সাথে সখ্য গড়েন প্রয়োজন মত।
প্রার্থণার সময় এটি নয়,তাই ফাঁকা প্রতিটি দেবালয়।
একটি মূর্তি,একটি শালিক আর একটি শারমেয়
পরস্পরের মধ্যে গড়ে তুলে বন্ধুত্ব,-যার কোন ভবিষ্যৎ নেই।
মহামারী আর বৈশ্বিক মন্দা ফুঁ দেয়
যুদ্ধ ব্যবসার জ্বলন্ত চুলায়।
রুহীগাঁও
২৫/০১/২০২২
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।আমি আগের মন্তব্যটি মুছে ফেললাম।একটি ভুলের জন্যে।
আমি ধর্মের বিপক্ষে নই।নই শব্দটি বাদ পড়েছিল।
আমি পজিটিভ কোন বিষয়কে নেগেটিভলি ব্যবহারের বিপক্ষে।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩০
সোবুজ বলেছেন: ভাল লাগলো পড়ে,’
‘ধার্মিক ব্যাক্তিগন নিজ নিজ উচ্চ আসনে বসেন
আর শয়তানের সাথে সখ্য গড়েন প্রয়োজন মত।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
প্রাথর্নায় কেউ পারফেক্টশনিস্ট হয়?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৫
সুদীপ কুমার বলেছেন: পড়বার জন্যে ধন্যবাদ।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কবিতার চেয়ে গল্পের পাঠক বেশি । তাই কবিতার পাশাপাশি গল্প লিখুন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৬
সুদীপ কুমার বলেছেন: লিখছি তো।বইমেলায় জলছবি বাতায়নের স্টলে পাবেন।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০০
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন করেছেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৮
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৭
খায়রুল আহসান বলেছেন: যারা শয়তানের সাথে সখ্য গড়ে তোলেন, তারা আর ধার্মিক থাকেন না; ধর্মচ্যুত হয়েই তারা সেই সখ্য গড়ে তোলায় আগ্রহী হন।
২১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩২
সুদীপ কুমার বলেছেন: কথা সত্য।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৬
সোনাগাজী বলেছেন:
বিশ্বাস করতে হয় মানুষের জ্ঞান, সায়েন্স ও সভ্যতায়; ধর্ম যারা সৃষ্টি করেছেন, তারা আজকের মানুষের মতো জ্ঞানী ছিলেন না।