নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(এক)
কমরেড লেনিন শুয়ে আছেন কমরেডদের স্মৃতিবিছানায়,
মরা মাছের মাথার চেয়েও দ্রুত পচন ধরে বামদের নীতিবোধে।
আমি আমার বুকে হাত রাখি,হাত নয় পাথর
নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি,যেমন ঘুমিয়ে পড়ে শিশু তার মাতৃক্রোড়ে।
(দুই)
দেশের সবচেয়ে বড় বাজার কোথায়,জান কি?
বাজারে গিয়ে দেখি সেখানে কোন নিত্যপণ্য নেই
সবার দোকানে শুধুই শেখ মুজিব
কে দুধ বিক্রেতা আর কে মদ বিক্রেতা ছিল
তা জানবার উপায় নেই।
শূণ্য ব্যাগ হাতে ফিরে আসি আপন বাসায়।
রুহীগাঁও
১৭/১২/২০২১
৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৮
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
২| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৩
রংবাজপোলা বলেছেন: জব্বর হইছে কবিতা খানা।
"তা জানবার উপায় নেই"
- হেইটা হক কথা কইছেন। লাইক দিলুম।
কদমবুছি লইয়েন।
৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৮
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রংবাজপোলা।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।