নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমশিম খেতে হয় তাদের
মধ্যবিত্ত জীবন যাদের।
পাশের বাড়ির সুন্দরী রমণীর মত বেড়েই চলে
দাম-নিত্যপণ্যের।
সোয়াবিন তেল
ডিজেল,ঝুলছে সময়ের ক্যানভাসে।
অবশ্য পাবলো পিকাসোর কোন ক্যানভাস নয়
পুঁজির কারিগরের ক্যানভাস বলা যেতে পারে।
জনগণের রক্তশূণ্য শরীর হেঁটে চলে বাজারের গোলক ধাঁধায়।
তুমি কে
আমি কে
শুধুই ভোক্তা-মূল্যবৃদ্ধির পিরামিডে ।
রুহীগাঁও
১৩/১১/২০২১
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: গল্প উপন্যাস লিখবেন না?