নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

প্রেমের পংক্তিমালা

১২ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৫

#
আজও ভুলিনি তারে-দেখেছিলাম সেই কোন কালে-দরজায় এসে দাঁড়াতে
কৈশোরগন্ধ মাখা সন্ধ্যাটি আজও ফিরে আসে-সময়ে অসময়ে।

কত পথ চলেছি বাংলার পথে পথে
সবুজ ফসলের আলপথ ধরে,পরিপক্ক ধানের সাথি হয়ে
কার্তিকের মায়াবী সন্ধ্যার সাথে
তবু যাইনিকো ভুলে-
কৈশোরগন্ধ মাখা সন্ধ্যাটিরে-আজও ফিরে আসে।

রঙহীন কাপড়ের স্যাঁতস্যাঁতে ভাঁজে মিশে থাকা অতীতের সুরে
আজও বলি কথা-কুয়াশা ঢাকা নির্জন গভীর রাতে।

দূর সীমান্তে ভেসে চলা ধূপের ধোঁয়ায় উড়ন্ত পাখিদের
বিশ্বাসী ডানায় দূরে সরে যায়-ভালোবাসা দূরে সরে যায়।

কৈশোরগন্ধ মাখা মায়াবী সন্ধ্যা-যেন এক রুপকথা-আজও গল্প শোনায়
এক কিশোরের-ভালোলাগার-
ভালোবাসার ।

#
এখনও সে ভাবায়-কবেকার সেই কিশোরী আমার-
জল ভেজা দুধ সাদা তটিনীর চর-
ভেজা চুলে উঠে আসে,হাসি মুখ তার
কবেকার কথা,কবেকার
নদীর জল ছিল শুধু ভালোবাসার।

ফিরে যদি আসতো?-হারানো সে গ্রাম আমার,
মেঠো পথে গান শুনে
উদাস বাউল বেশে
ছিলোনা তাড়া আমার ঘরে ফিরিবার।

এখনও সে ভাবায়-হারানো সে গ্রাম
এখনও শব্দ শুনি-খোল,করতাল,যদি পারতাম-
ফিরে যেতে তার কাছে
বলতাম-ফিরে এসো,ফিরে এসো কিশোরী আমার।

কবেকার ধূপগন্ধী অন্ধকার উড়ে যায়, কোথায় কে খোঁজ রাখে তার।

রুহীগাঁও
১১/১১/২০২১

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। এখন চেষ্টা করে দেখুন গল্প উপন্যাস লিখতে পারেন কিনা।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৬

সুদীপ কুমার বলেছেন: গতবছর আমার একটি গল্পের বই প্রকাশিত হয়েছে-"নীল প্রজাপতি ও যুদ্ধদিনের গল্প"।জলছবি প্রকাশনি হতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.